রূপচর্চার কথা মেয়েদের খুব একটা বলার প্রয়োজন পড়ে না। তবে মুখ ও চুলের যত্ন করলেও অন্যান্য অঙ্গের যত্নের দিক থেকে তাঁরা ভীষণ উদাসীন। (ছবি:Pinterest)
ফলে দীর্ঘদিন অযত্নের ফলে বেহাল অবস্থা হয় শরীরে অন্যান্য অংশের। তখন ছুঁটতে হয় পার্লারে। সেখানে গিয়ে টাকা খরচ করে বডি পলিশিং করান তখন। (ছবি:Pinterest)
আর এতে টাকা তো খরচ হয়ই, আর অনেকসময়ই ভালো ফল পাওয়া যায় না। জানেন কি বাড়িতেই বডি পলিশিং করিয়ে নেওয়া যায়। (ছবি:Pinterest)
এতে টাকাও বাঁচবে আর হাতেনাতে দুর্দান্ত ফলও পাবেন আপনি। এ বার ঝটপট জেনে নিন কীভাবে বাড়িতেই বডি পলিশিং করে নেবেন। (ছবি:Pinterest)
বডি পলিশ করতে দুর্দান্ত ভালো কাজ করে কফি। কফি খুব ভালো এক্সফ্লয়েটরেরও কাজ করে। একটি পাত্রে কফি নিন। এ বার তাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। (ছবি:Pinterest)
এ বার মিশ্রণটি ভালো করে মিশিয়ে স্ক্রাবের মতো করে ব্যবহার করুন। এরপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হবে। (ছবি:Pinterest)
এরপর একটি পাত্রে দুধের সর নিন। তাতে সামান্য হলুদ দিন। কয়েক ফোঁটা গোলাপ জল দিন। ভালো করে গুলে নিন মিশ্রণটা। (ছবি:Pinterest)
গোটা গায়ে আলতো হাতে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করছে গোটা শরীর। এরপর হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। (ছবি:Pinterest)