পার্লারের মতো বডি পলিশিং এ বার বাড়িতেই, রইল উপায়
Body Polishing: এরপর একটি পাত্রে দুধের সর নিন। তাতে সামান্য হলুদ দিন। কয়েক ফোঁটা গোলাপ জল দিন। ভালো করে গুলে নিন মিশ্রণটা। গোটা গায়ে আলতো হাতে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করছে গোটা শরীর। এরপর হালকা ময়েশ্চারাইজার মেখে নিন।
1 / 8
রূপচর্চার কথা মেয়েদের খুব একটা বলার প্রয়োজন পড়ে না। তবে মুখ ও চুলের যত্ন করলেও অন্যান্য অঙ্গের যত্নের দিক থেকে তাঁরা ভীষণ উদাসীন। (ছবি:Pinterest)
2 / 8
ফলে দীর্ঘদিন অযত্নের ফলে বেহাল অবস্থা হয় শরীরে অন্যান্য অংশের। তখন ছুঁটতে হয় পার্লারে। সেখানে গিয়ে টাকা খরচ করে বডি পলিশিং করান তখন। (ছবি:Pinterest)
3 / 8
আর এতে টাকা তো খরচ হয়ই, আর অনেকসময়ই ভালো ফল পাওয়া যায় না। জানেন কি বাড়িতেই বডি পলিশিং করিয়ে নেওয়া যায়। (ছবি:Pinterest)
4 / 8
এতে টাকাও বাঁচবে আর হাতেনাতে দুর্দান্ত ফলও পাবেন আপনি। এ বার ঝটপট জেনে নিন কীভাবে বাড়িতেই বডি পলিশিং করে নেবেন। (ছবি:Pinterest)
5 / 8
বডি পলিশ করতে দুর্দান্ত ভালো কাজ করে কফি। কফি খুব ভালো এক্সফ্লয়েটরেরও কাজ করে। একটি পাত্রে কফি নিন। এ বার তাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। (ছবি:Pinterest)
6 / 8
এ বার মিশ্রণটি ভালো করে মিশিয়ে স্ক্রাবের মতো করে ব্যবহার করুন। এরপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হবে। (ছবি:Pinterest)
7 / 8
এরপর একটি পাত্রে দুধের সর নিন। তাতে সামান্য হলুদ দিন। কয়েক ফোঁটা গোলাপ জল দিন। ভালো করে গুলে নিন মিশ্রণটা। (ছবি:Pinterest)
8 / 8
গোটা গায়ে আলতো হাতে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করছে গোটা শরীর। এরপর হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। (ছবি:Pinterest)