
নিমের উপকারিতার কথা অজানা নয় কারও। আদিযুগ থেকে নানা চিকিৎসা ও রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে নিম। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে নিম। (ছবি:Pinterest)

ত্বকের পাশাপাশি চুলের যত্নেও দারুণ কার্যকরী এই নিম। চুল পড়া আটকে, নতুন চুল গজাতে সাহায্য করে নিম। পাশাপাশি মুক্তি দেয় খুশকির সমস্যা থেকেও। (ছবি:Pinterest)

নিমে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ট্রাইগ্লিসারাইড ও অ্যান্টি অক্সিডেন্ট যা চুলে পুষ্টি জোগায়। সেই সঙ্গে চুলের জেল্লা ফেরাতেও সাহায্য করে। (ছবি:Pinterest)

এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। চুলের যত্নে ব্যবহার করতে পারেন নিম তেল। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল উপায়।(ছবি:Pinterest)

প্রথমে কয়েকটি নিমপাতা নিন। এ বার তা পরিষ্কার জলে ধুয়ে নিন। এরপর এটি পেস্ট করে নিন। এই পেস্টের মধ্যে নারকেল তেল বা অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভালো করে ফুটিয়ে একটি পাত্রে ভরে রাখুন। (ছবি:Pinterest)

সপ্তাহে দু'থেকে তিন দিন এই তেল ব্যবহার করুন। রাতে চুলে ভালো করে এই নিম তেল লাগান। সকালে উঠে শ্যাম্পু করে নিন। ফল পাবেন হাতেনাতে। (ছবি:Pinterest)

এই তেল যে শুধু চুলের জন্যই ব্যবহার করা হয় এমনটা নয়। ২০১২ সালে এই তেল নিয়ে একটি গবেষণা চালানো হয়। এই গবেষণায় দেখা গিয়েছে কোনও ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে এই তেল। (ছবি:Pinterest)

তাই ক্ষতস্থানে ব্যবহার করা যেতেই পারে এই তেল। এটি অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। তাই চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই বিশেষ তেল। (ছবি:Pinterest)