শীতকাল মানেই ঠোঁট ফাটার সমস্যা। কারও-কারও তো এত বাজে পরিমাণে ঠোঁট ফাটে যে রক্ত পর্যন্ত বের হতে থাকে। সেখান থেকে পরে অন্যান্য সমস্যা সৃষ্টি হতে পারে। (ছবি:Pinterest)
আসলে শীতে শুষ্কতার কারণেই এই সমস্যা হয়। তাই এই সময় শরীরকে যতটা পারা যায় আর্দ্র রাখা জরুরি। ঠোঁটকেও তাই আর্দ্র রাখতে হবে। তার জন্য কী করতে হবে জেনে নিন। (ছবি:Pinterest)
শীতে ঠোঁট নরম রাখার জন্য প্রচুর পরিমাণে ফলের রস খান। প্রোটিন,ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। তাহলে ঠোঁট ফাটবে না। (ছবি:Pinterest)
এ ছাড়া চিনির সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখুন। এতে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে। এর জন্য হাতে কিছু চিনি নিন। তাতে দু' ফোঁটা নারকেল তেল দিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)
কিছুক্ষণ রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই কাজ হবে। শীতে ঠোঁটকে সুরক্ষিত রাখার জন্য দুগ্ধজাত খাবার খান। সেই সঙ্গে ঠোঁটে কাঁচা দুধ মালিশ করুন। ফল পাবেন। (ছবি:Pinterest)
এ ছাড়া লেবুর রসেও কাজ হবে। এক চামচ বাদামের তেলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)
শীতে ঠোঁটকে সুরক্ষিত রাখতে প্রতিদিন রাতে ঘুমোনোর আগে বাদাম তেল মালিশ করুন ঠোঁটে। এতে ভিটামিন সি থাকে। য়া ঠোঁটকে নরম ও সুন্দর করে তুলবে।(ছবি:Pinterest)
এ ছাড়া বিটের রসেও কাজ হবে। ঠোঁটে নরম ও মসৃণ করতে বিটের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। সপ্তাহে এক থেকে দু'দিন এই অভ্যাস মেনে চললেই কাজ হবে। (ছবি:Pinterest)