Aloevera: ঘন লম্বা চুল পেতে চান? এভাবে ব্যবহার করে দেখুন অ্যালোভেরা

Hair care: কয়েকটি জবা ফুল নিয়ে তা পেস্ট করে নিন।এবার এই পেস্টের মধ্যে অ্যালোভেরা মেশান।পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নিন।৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।অবশ্যই শ্যাম্পু দিয়ে ধোবেন। চুলের জন্য আরও একটি ভাল উপাদান হল কফি।চুল পড়া আটকাতে সাহায্য করে এটি।

| Edited By: | Updated on: Sep 30, 2023 | 9:15 AM
ত্বক ও চুলের জন্য অ্যালোভেরার যে কতটা উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই ত্বক ও চুলের যত্নে কাজে লাগান অ্যালোভেরাকে। এর গুণের শেষ নেই।

ত্বক ও চুলের জন্য অ্যালোভেরার যে কতটা উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই ত্বক ও চুলের যত্নে কাজে লাগান অ্যালোভেরাকে। এর গুণের শেষ নেই।

1 / 8
তবে শুধু অ্য়ালোভেরা ব্যবহার করলেই হবে না। জানতে হবে সঠিক ব্যবহারও। ঘন সুন্দর চুল পেতে কীভাবে অ্যালোভেরা কে ব্যবহার করবেন জেনে নিন ঝটপট। এবং সেই মতোই কাজ করুন।

তবে শুধু অ্য়ালোভেরা ব্যবহার করলেই হবে না। জানতে হবে সঠিক ব্যবহারও। ঘন সুন্দর চুল পেতে কীভাবে অ্যালোভেরা কে ব্যবহার করবেন জেনে নিন ঝটপট। এবং সেই মতোই কাজ করুন।

2 / 8
হলুদ এবং অ্যালোভেরা জেল: একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিন। এতে ২ চা চামচ হলুদ গুঁড়ো দিন। এবার এই পেস্টটি চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন।

হলুদ এবং অ্যালোভেরা জেল: একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিন। এতে ২ চা চামচ হলুদ গুঁড়ো দিন। এবার এই পেস্টটি চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন।

3 / 8
হলুদ এবং অ্যালোভেরার পেস্ট চুলে প্রায় 40 মিনিটের জন্য রেখে দিন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন।

হলুদ এবং অ্যালোভেরার পেস্ট চুলে প্রায় 40 মিনিটের জন্য রেখে দিন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন।

4 / 8
চুলের জন্য ভীষণ উপকারী জবা। আদিযুগ থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে জবা। আর জবার সঙ্গে অ্যালোভেরা মেশালে তো আর কথাই নেই। চুল পড়া আটকাতে ও চুল নরম করতে দারুণভাবে সাহায্য করে এই মিশ্রনটি।

চুলের জন্য ভীষণ উপকারী জবা। আদিযুগ থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে জবা। আর জবার সঙ্গে অ্যালোভেরা মেশালে তো আর কথাই নেই। চুল পড়া আটকাতে ও চুল নরম করতে দারুণভাবে সাহায্য করে এই মিশ্রনটি।

5 / 8
কয়েকটি জবা ফুল নিয়ে তা পেস্ট করে নিন। এবার এই পেস্টের মধ্যে অ্যালোভেরা মেশান। পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অবশ্যই শ্যাম্পু দিয়ে ধোবেন।

কয়েকটি জবা ফুল নিয়ে তা পেস্ট করে নিন। এবার এই পেস্টের মধ্যে অ্যালোভেরা মেশান। পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অবশ্যই শ্যাম্পু দিয়ে ধোবেন।

6 / 8
চুলের জন্য আরও একটি ভাল উপাদান হল কফি। চুল পড়া আটকাতে সাহায্য করে কফি। এছাড়া চুল নরম করতেও সাহায্য করে এটি। আর অ্যালোভেরার সঙ্গে কফি মেশালে তো আর কথাই নেই।

চুলের জন্য আরও একটি ভাল উপাদান হল কফি। চুল পড়া আটকাতে সাহায্য করে কফি। এছাড়া চুল নরম করতেও সাহায্য করে এটি। আর অ্যালোভেরার সঙ্গে কফি মেশালে তো আর কথাই নেই।

7 / 8
কয়েক চামক কফি নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এবার পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিন। উপকার পাবেন।

কয়েক চামক কফি নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এবার পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিন। উপকার পাবেন।

8 / 8
Follow Us: