মুঠো-মুঠো চুল উঠছে? ডাবের জলেই লুকিয়ে সমাধান
Coconut Water For Hair:ডাবের জলে রয়েছে কার্বোহাইড্রেট, সোডিয়াম, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম, যা চুলকে পুষ্টি জোগায়। এবং স্ক্যাল্পে আর্দ্রতা ফেরায়। ডাবের জল মাথার ত্বক ও চুলের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। এই জল দিয়ে চুলে ধুয়ে নিলে জট পড়ে না, পাশাপাশি চুল হয় মসৃণ ও নরম।
Most Read Stories