শীতে ত্বকের বেহাল দশা? হাল ফেরাতে ভরসা হোক ঘরে বানানো ফেস মাস্ক
Homemade Face Mask:একটি পাত্রে হলুদ নিন। তাতে কয়েক ফোঁটা মধু ও ৪ চামচ মতো দুধ দিন। মিশ্রণটি ভালো করে গুলে মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া ব্যবহার করতে পারেন শসার ফেস মাস্ক। শসা ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এর জুড়ি মেলা ভার। কীভাবে বানাবেন শসার ফেস মাস্ক?
1 / 8
শীত মানেই ত্বকের হাজার সমস্যা। সাধারণত শুষ্কতার কারণে নানা সমস্যা দেখা দেয়। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। নিয়মিত করতে হবে ত্বকের পরিচর্যা। (ছবি:Pinterest)
2 / 8
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তো রয়েছেই। তার পাশাপাশি সপ্তাহে কয়েকদিন ফেস মাস্ক ব্যবহার করেন কি? শুধু শীত নয়, সারাবছর মাস্ক ব্যবহার করা উচিত। (ছবি:Pinterest)
3 / 8
এতে ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে, ত্বক হয় উজ্জ্বল ও টানটান। বাজার চলতি ফেস মাস্ক ব্যবহার না করে ঘরে বানানো মাস্ক ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। জেনে নিন ঘরে কীভাবে মাস্ক বানাবেন। (ছবি:Pinterest)
4 / 8
ব্যবহার করতে পারেন হলুদ ও মধুর মাস্ক। হলুদে রয়েছে প্রদাহরোধী বৈশিষ্ট যা ত্বককে প্রদাহ থেকে মুক্তি দেয়। এই মাস্কে মেশাতে পারেন দুধ। যা এক্সফ্লয়েটারের কাজ করে। (ছবি:Pinterest)
5 / 8
একটি পাত্রে হলুদ নিন। তাতে কয়েক ফোঁটা মধু ও ৪ চামচ মতো দুধ দিন। মিশ্রণটি ভালো করে গুলে মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)
6 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন শসার ফেস মাস্ক। শসা ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এর জুড়ি মেলা ভার। কীভাবে বানাবেন শসার ফেস মাস্ক?(ছবি:Pinterest)
7 / 8
এর জন্য সারারাত ফ্রিজে শসা রেখে দিন। সকালে খোসাযুক্ত শসার রস বের করে নিন। এ বার তা ছেঁকে নিন। এরপর তাতে গ্লিসারিন যোগ করুন। পুনরায় এই মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর ত্বকে প্রয়োগ করুন। (ছবি:Pinterest)
8 / 8
এ ছাড়া শীতে ব্যবহার করতে পারেন তরমুজের ফেস মাস্ক। এতে রয়েছে লাইসোপিন, যা ত্বকে বলিরেখা পড়তে দেয় না। একটি পাত্রে তরমুজের রস নিন। তাতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে গোটা মুখে লাগান। উপকার পাবেন। (ছবি:Pinterest)