Skin Icing: ত্বকের জেল্লা হারিয়েছে? কাজ হবে এক টুকরো বরফেই, জানুন ব্যবহার

Skin Care: শরীরের মত ত্বকেও ক্লান্তি স্পষ্ট বোঝা যায়। ত্বকের এই ক্লান্তি কাটিয়ে ত্বককে তরতাজা করতে সাহায্য করে বরফ। সারাদিনের ক্লান্তি মেটাতে তাই মুখে বরফ ম্যাসাজ করতে পারেন। এছাড়া অনেকসময় মুখে জ্বালাপোড়া বা ব়্যাশের, লালচেভাবের সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বরফের উপর। বরফের টুকরো দিয়ে ম্যাসাজ করলেই হবে।

| Edited By: | Updated on: Sep 01, 2023 | 2:23 PM
সুন্দর ঝকঝকে ত্বক পেতে কমবেশি সকলেই চান। তবে এই স্বপ্ন পূরণ হয় গুটি কয়েকের। তার জন্য চাই সঠিক যত্ন। যা ছাড়া সুন্দর ত্বক পাওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে।

সুন্দর ঝকঝকে ত্বক পেতে কমবেশি সকলেই চান। তবে এই স্বপ্ন পূরণ হয় গুটি কয়েকের। তার জন্য চাই সঠিক যত্ন। যা ছাড়া সুন্দর ত্বক পাওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে।

1 / 8
 অনেকেই ত্বকের যত্ন নিতে নামিদামী পণ্য ব্যবহার করেন। তবে সবসময় যে এসব ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল হবে এমনটা কিন্তু নয়।

অনেকেই ত্বকের যত্ন নিতে নামিদামী পণ্য ব্যবহার করেন। তবে সবসময় যে এসব ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল হবে এমনটা কিন্তু নয়।

2 / 8
এমন অনেক সাধারণ অভ্যাস রয়েছে যা মেনে চললেই সুন্দর জেল্লাদার হবে ত্বক। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বরফ। আসুন জেনে নেওয়া যাক ত্বকের জন্য বরফের উপকারিতা...

এমন অনেক সাধারণ অভ্যাস রয়েছে যা মেনে চললেই সুন্দর জেল্লাদার হবে ত্বক। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বরফ। আসুন জেনে নেওয়া যাক ত্বকের জন্য বরফের উপকারিতা...

3 / 8
 ত্বকের জন্য বরফের উপকারিতার শেষ নেই। ত্বকের রক্ত সঞ্চালন ব্যবস্থার উন্নতি করতে সাহায্য করে বরফ। নিয়মিত ত্বকে বরফ ঘষলে রক্ত সঞ্চালন ভাল হওয়ার দরুণ ফিরবে ত্বকের জেল্লা।

ত্বকের জন্য বরফের উপকারিতার শেষ নেই। ত্বকের রক্ত সঞ্চালন ব্যবস্থার উন্নতি করতে সাহায্য করে বরফ। নিয়মিত ত্বকে বরফ ঘষলে রক্ত সঞ্চালন ভাল হওয়ার দরুণ ফিরবে ত্বকের জেল্লা।

4 / 8
অনেকেরই মুখে ফোলাভাব দেখা যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বরফ। কারণ এই বরফ মুখের ফোলাভাবকে একেবারে কমিয়ে দেয়।

অনেকেরই মুখে ফোলাভাব দেখা যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বরফ। কারণ এই বরফ মুখের ফোলাভাবকে একেবারে কমিয়ে দেয়।

5 / 8
একটি পরিষ্কার তোয়ালের মধ্যএ কয়েকটি বরফের টুকরো নিয়ে তা মুখে ঘষুন। ত্বকে সরাসরি বরফ প্রয়োগ না করাই ভাল। তাই এভাবে ব্যবহার করুন।

একটি পরিষ্কার তোয়ালের মধ্যএ কয়েকটি বরফের টুকরো নিয়ে তা মুখে ঘষুন। ত্বকে সরাসরি বরফ প্রয়োগ না করাই ভাল। তাই এভাবে ব্যবহার করুন।

6 / 8
 শরীরের মত ত্বকেও ক্লান্তি স্পষ্ট বোঝা যায়। ত্বকের এই ক্লান্তি কাটিয়ে ত্বককে তরতাজা করতে সাহায্য করে বরফ। সারাদিনের ক্লান্তি মেটাতে তাই মুখে বরফ ম্যাসাজ করতে পারেন।

শরীরের মত ত্বকেও ক্লান্তি স্পষ্ট বোঝা যায়। ত্বকের এই ক্লান্তি কাটিয়ে ত্বককে তরতাজা করতে সাহায্য করে বরফ। সারাদিনের ক্লান্তি মেটাতে তাই মুখে বরফ ম্যাসাজ করতে পারেন।

7 / 8
এছাড়া অনেকসময় মুখে জ্বালাপোড়া বা ব়্যাশের, লালচেভাবের সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বরফের উপর। বরফের টুকরো দিয়ে ম্যাসাজ করলেই হবে।

এছাড়া অনেকসময় মুখে জ্বালাপোড়া বা ব়্যাশের, লালচেভাবের সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বরফের উপর। বরফের টুকরো দিয়ে ম্যাসাজ করলেই হবে।

8 / 8
Follow Us: