Skin Icing: ত্বকের জেল্লা হারিয়েছে? কাজ হবে এক টুকরো বরফেই, জানুন ব্যবহার
Skin Care: শরীরের মত ত্বকেও ক্লান্তি স্পষ্ট বোঝা যায়। ত্বকের এই ক্লান্তি কাটিয়ে ত্বককে তরতাজা করতে সাহায্য করে বরফ। সারাদিনের ক্লান্তি মেটাতে তাই মুখে বরফ ম্যাসাজ করতে পারেন। এছাড়া অনেকসময় মুখে জ্বালাপোড়া বা ব়্যাশের, লালচেভাবের সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বরফের উপর। বরফের টুকরো দিয়ে ম্যাসাজ করলেই হবে।
Most Read Stories