রবিবার ডিনারে কী খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন চিকেন দো পেঁয়াজা
Chicken Do-Peyaza Recipe: একে-একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,ধনে গুঁড়ো গরম মশলা সব দিয়ে কষাতে থাকুন। মশলা কষে এলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। এ বার ভালো কষাতে থাকুন। মশলা কষে এলে সামান্য গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি চিকেন দোপেঁয়াজা।