TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 04, 2023 | 3:29 PM
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ব্যাপক ক্ষতি করে। এছাড়াও সূর্যের কারণে তৈরি হওয়া অনিয়মিত ট্য়ান নিয়ে নাজেহাল অনেকেই। এই ধরণের সমস্য়ার হাত থেকে রেহাই পেতে নিয়মিত সানস্ক্রিন ব্য়বহার করা অত্যন্ত জরুরি।
বিভিন্ন এসপিএফ-এ সানস্ক্রিন পাওয়া যায়। এসপিএফের অর্থ হল সূর্য সুরক্ষা সূত্র। তবে এখন বাজারে এসপিএফ যুক্ত মেকআপ ফাউন্ডেশন পাওয়া যায়। কেন ব্যবহার করবেন এই ধরণের ফাউন্ডেশন? জানুন...
ত্বককে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে এটি ত্বককে রক্ষা করে। এই রশ্মি ত্বকে অকাল কুঁচকানো, প্যাচ, ট্য়ানের মতো একাধিক সমস্য়া ডেকে আনে। তাই এই ধরণের সমস্য়ার সঙ্গে মোকাবিলা করার জন্য় এসপিএফ যুক্ত ফাউন্ডেশন ব্য়বহার করুন।
এই ধরণের ফাউন্ডেশনে ভিটামিন ই, ও হাইলুরোনিক অ্যাসিড যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এবং ত্বককে কোমল বানায়।
ব্রণ,ব্রেকআউট ত্বকের সাধারণ সমস্য়াগুলির মধ্য়ে অন্য়তম। অনেকসময় সূর্যের কারণে এই ধরণের সমস্য়া বাড়ে। যাঁদের ব্রণের সমস্য়া রয়েছে তাঁরা মেকআপের সময় এসপিএফ যুক্ত ফাউন্ডেশন ব্যবহার করুন।
বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা দেখা যায়। ত্বক কুঁচকে যায়। এই ধরণের ফাউন্ডেশন বলিরখা মেটাতেও সাহায্য করে।
কীভাবে ব্য়বহার করবেন এই ধরণের ফাউন্ডেশন? প্রথমেই হাতের তালুতে অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে নিন।
এবার গোটা মুখে অল্প অল্প করে লাগিয়ে ভাল করে মেশান। এক্ষেত্রে মেকআপ ব্লেন্ডার ব্য়বহার করুন । হাত দিয়ে এটি প্রয়োগ করবেন না।