Cloths bad smell removes tips: রেমাল-এর দাপটেই নেমে এসেছে বর্ষা! কীভাবে পোশাকের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবেন?
Cloths bad smell removes tips: টানা বৃষ্টিতে চারদিক জলমগ্ন। ঘরেও স্যাঁতস্যাঁতে ভাব। এই অবস্থায় ভিজে জামা-কাপড় যেন শুকোতে চায় না। পাখা চালিয়ে জামা-কাপড় শুকনো করলেও কেমন গুমো গন্ধ ছাড়ে। বর্ষার আবহাওয়ায় জামা-কাপড় থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ কাটানোর কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। সেগুলি মেনে চললেই জামা-কাপড়ের দুর্গন্ধ দূর হবে।