Kitchen Sink: রান্নাঘরের বেসিনের মুখ ময়লা জমে জল আটকে গিয়েছে? যেভাবে পরিষ্কার করবেন…
Basin Cleaning Tips: বেশিরভাগ সময় বেসিনের পাইপে চায়ের পাতা, ভাত-ডাল, মাছ-মাংসের টুকরো, সবজির খোসা জমে থাকে। অনেক সময় প্ল্যাস্টিকের টুকরোও আটকে যায়। রান্নাঘরের বেসিন প্রায় দিন ময়লায় জমে যায়। মধ্যবিত্তের নিত্যদিনের সমস্যা। আর এই পাইপ পরিষ্কার করতে গিয়ে নাকানি-চোবানি খেতে হয়।