Egg Paratha: মোগলাই নয়, দারুণ স্বাদের ডিমের পরোটা থাক সকালের জলখাবারে
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Dec 06, 2023 | 8:52 AM
Dim Paratha Recipe: দুটো ডিম সেদ্ধ করে সম্পূর্ণটা গ্রেট করে নিতে হবে। এর সঙ্গে বাড়িতে বানানো গরম মশলা খুব সামান্য, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, সামান্য কাঁচালঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে
1 / 8
গরমের দিনগুলোতে সকালে যেমন ছাতু, মুড়ি, চিঁড়ে এসব খেতে খুব ভাল লাগে তেমনই শীতের দিনে ইচ্ছে করে ভাল-মন্দ খেতে। পেটুক বাঙালির শীত আসলেই খাওয়া-দাওয়া বেড়ে যায়। ভাজাভুজি থেকে শুরু করে তেলমশলা এই সময় অনেকটাই বেশি খাওয়া হয়
2 / 8
কড়াইশুটির কচুরি, লুচি, পরোটা শীতের দিনে বাড়িতে বাড়িতে হয়। সঙ্গে নতুন আলুর দম, পায়েস, মিষ্টি, পাটিসাপটা এসব তো থাকেই। শীতের দিনে এই সব খাবার বানিয়ে খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা থাকে। শীতের দিনে তাই বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ডিমের পরোটা
3 / 8
বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার অতিথি এলেও চটজলদি বানিয়ে দিতে পারেন। তবে মোগলাই আর এই পরোটার মধ্যে কিন্তু ফারাক রয়েছে। শীতের দিনে এই ডিমের পরোটা খেতে দারুণ লাগে। সঙ্গে গরম চা থাকলে তো কথাই নেই
4 / 8
দুটো ডিম সেদ্ধ করে সম্পূর্ণটা গ্রেট করে নিতে হবে। এর সঙ্গে বাড়িতে বানানো গরম মশলা খুব সামান্য, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, সামান্য কাঁচালঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে
5 / 8
এই স্টাফিয়ে বড় এক থেকে দু চামচ চিজ গ্রেট করে দিতে হবে। ডিমের একটা স্টাফিং বানিয়ে তারপর তা পরোটার মধ্যে পুরে দিতে হবে। সামান্য নুন দিন, এবার ময়দা মেখে নিতে হবে
6 / 8
পরিমাণ মতো ময়দা নিয়ে প্রথমে তাতে নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে ভাল করে ময়ান দিয়ে নিতে হবে। এবার জলের পরিবর্তে দুধ দিয়ে ময়দা মেখে নিন। অল্প অল্প দুধ দিয়ে এভাবে ময়দা মাখলে তা বেশ নরম থাকে, উপরে সাদা তেল বুলিয়ে রাখুন কিছুক্ষণ
7 / 8
বড় লেচি কেটে গোল বেলে ওর মধ্যে পুর ভরে বেলে নিতে হবে। পুর যাতে বেরিয়ে না যায় সেইদিকে খেয়াল রাখতে হবে।
8 / 8
এবার কড়াইতে একদম অল্প করে সাদা তেল দিয়ে পরোটা সেঁকে নিতে হবে, একদম হালকা ভাজা হবে। উপর থেকে হালকা মাখন ছড়িয়ে খান। সঙ্গে টমেটো সস থাকলেই হবে