Dark Spots: ব্রণ হয়নি কখনও, তাতেও মুখ ভরেছে দাগছোপে, কেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 28, 2023 | 12:54 PM

Skin Conditions: ছোটবেলায় ব্রণ হয়েছিল, তার দাগ রয়ে গিয়েছে। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকে আরও দাগছোপও বেড়েছে। অনেকের ধারণা স্কিন কেয়ারে ভুলত্রুটির কারণে মুখে দাগছোপ দেখা দেয়। কিন্তু মুখে অবাঞ্ছিত দাগছোপ শুধু যে স্কিন কেয়ারে ভুলের জন্য হয়, এমনটা নয়। শারীরিক সমস্যার কারণেও এসব সমস্যা দেখা দেয়।

1 / 8
ছোটবেলায় ব্রণ হয়েছিল, তার দাগ রয়ে গিয়েছে। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকে আরও দাগছোপও বেড়েছে। এসব দাগছোপের পিছনে আসলে ঠিক কী কারণ রয়েছে, তা অনেকেরই অজানা।

ছোটবেলায় ব্রণ হয়েছিল, তার দাগ রয়ে গিয়েছে। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকে আরও দাগছোপও বেড়েছে। এসব দাগছোপের পিছনে আসলে ঠিক কী কারণ রয়েছে, তা অনেকেরই অজানা।

2 / 8
অনেকের ধারণা স্কিন কেয়ারে ভুলত্রুটির কারণে মুখে দাগছোপ দেখা দেয়। কিন্তু মুখে অবাঞ্ছিত দাগছোপ শুধু যে স্কিন কেয়ারে ভুলের জন্য হয়, এমনটা নয়। শারীরিক সমস্যার কারণেও এসব সমস্যা দেখা দেয়।

অনেকের ধারণা স্কিন কেয়ারে ভুলত্রুটির কারণে মুখে দাগছোপ দেখা দেয়। কিন্তু মুখে অবাঞ্ছিত দাগছোপ শুধু যে স্কিন কেয়ারে ভুলের জন্য হয়, এমনটা নয়। শারীরিক সমস্যার কারণেও এসব সমস্যা দেখা দেয়।

3 / 8
আজকাল মানুষের মধ্যে রাসায়নিক ট্রিটমেন্ট করানোর প্রবণতা বেড়েছে। যাতে বয়স বাড়লেও ত্বক টানটান থাকে। কিন্তু অনেক সময় স্কিন ট্রিটমেন্ট ত্বকের প্রদাহ বাড়িয়ে তোলে। এতেও ত্বকে দাগছোপ হওয়ার সম্ভাবনা থাকে।

আজকাল মানুষের মধ্যে রাসায়নিক ট্রিটমেন্ট করানোর প্রবণতা বেড়েছে। যাতে বয়স বাড়লেও ত্বক টানটান থাকে। কিন্তু অনেক সময় স্কিন ট্রিটমেন্ট ত্বকের প্রদাহ বাড়িয়ে তোলে। এতেও ত্বকে দাগছোপ হওয়ার সম্ভাবনা থাকে।

4 / 8
গর্ভা‌বস্থায় ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। ব্রণ থেকে দাগছোপ সবই দেখা দেয়। চিকিৎসার ভাষায় একে মেলাজমা বলা হয়। তবে, প্রসবের পর ধীরে-ধীরে সমস্ত দাগছোপ দূর হয়ে যায়। 

গর্ভা‌বস্থায় ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। ব্রণ থেকে দাগছোপ সবই দেখা দেয়। চিকিৎসার ভাষায় একে মেলাজমা বলা হয়। তবে, প্রসবের পর ধীরে-ধীরে সমস্ত দাগছোপ দূর হয়ে যায়। 

5 / 8
হরমোনের ভারসাম্যহীনতা ত্বকে একাধিক সমস্যা ডেকে আনে। ত্বকে তেলতেলে ভাব বেড়ে যায়, ব্রণ আধ্যিক বাড়ে এবং দাগছোপ দেখা দেয়। থাইরয়েড, পিসিওডি-এর ক্ষেত্রে এই ধরনের উপসর্গ দেখা দেয়। 

হরমোনের ভারসাম্যহীনতা ত্বকে একাধিক সমস্যা ডেকে আনে। ত্বকে তেলতেলে ভাব বেড়ে যায়, ব্রণ আধ্যিক বাড়ে এবং দাগছোপ দেখা দেয়। থাইরয়েড, পিসিওডি-এর ক্ষেত্রে এই ধরনের উপসর্গ দেখা দেয়। 

6 / 8
সানস্ক্রিন ব্যবহারের প্রবণতা কম? এই অভ্যাস আপনার মুখে দাগছোপ বাড়িয়ে তুলতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে মেলানিন বাড়িয়ে তোলে এবং দাগছোপ দেখা দেয়। এই দাগ সানবার্নের ক্ষেত্রে আলাদা হয়। 

সানস্ক্রিন ব্যবহারের প্রবণতা কম? এই অভ্যাস আপনার মুখে দাগছোপ বাড়িয়ে তুলতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে মেলানিন বাড়িয়ে তোলে এবং দাগছোপ দেখা দেয়। এই দাগ সানবার্নের ক্ষেত্রে আলাদা হয়। 

7 / 8
কোভিড পরিস্থিতি কাটলেও তার প্রভাব কমবেশি এখনও লক্ষ্য করা যায়। কোভিডের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনেক সময় ত্বকে দাগছোপ দেখা দেয়। প্রথম দিকে এই দাগ লাল রঙের পর। ধীরে ধীরে কালচে হতে থাকে।

কোভিড পরিস্থিতি কাটলেও তার প্রভাব কমবেশি এখনও লক্ষ্য করা যায়। কোভিডের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনেক সময় ত্বকে দাগছোপ দেখা দেয়। প্রথম দিকে এই দাগ লাল রঙের পর। ধীরে ধীরে কালচে হতে থাকে।

8 / 8
মুখে দাগছোপ থাকলে তা সৌন্দর্যকে নষ্ট করে। এক্ষেত্রে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। হলুদ ও চন্দন বাটা ব্যবহার করতে পারেন। মুলেঠি পাউডার, হলুদ ও গোলাপ জলের তৈরি ফেসপ্যাল ব্যবহার করুন। এছাড়াও আলুর রস মাখতে পারেন মুখে। 

মুখে দাগছোপ থাকলে তা সৌন্দর্যকে নষ্ট করে। এক্ষেত্রে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। হলুদ ও চন্দন বাটা ব্যবহার করতে পারেন। মুলেঠি পাউডার, হলুদ ও গোলাপ জলের তৈরি ফেসপ্যাল ব্যবহার করুন। এছাড়াও আলুর রস মাখতে পারেন মুখে। 

Next Photo Gallery