Body Butter: ৫০০ টাকার কমে বডি বাটার পাচ্ছেন না? বিনা খরচে বাড়িতে বানিয়ে নিন

Winter Skin Care: যে ক্রিম দীর্ঘক্ষণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। যে ময়েশ্চারাইজার মাখলে হাত-পা খসখস করবে না—এমন প্রসাধনীর খোঁজ নিশ্চয়ই আপনিও করছেন? এক্ষেত্রে 'বডি বাটার' সেরা বিকল্প। কিন্তু বাজারে বডি বাটারের দাম আকাশছোঁয়া। এক্ষেত্রে উপায় কী?

| Edited By: | Updated on: Nov 25, 2023 | 4:43 PM
ঠান্ডা না পড়লেও শুষ্ক আবহাওয়া বেশ ভোগাচ্ছে। সর্দি-কাশি রয়েছে। তার সঙ্গে দোসর শুষ্ক ত্বক। নভেম্বরের শেষে বিয়ের বাড়ির জিনিসপত্র কেনাকাটির সঙ্গে চলছে সেরা ময়েশ্চারাইজার বাছাইয়ের পর্ব।

ঠান্ডা না পড়লেও শুষ্ক আবহাওয়া বেশ ভোগাচ্ছে। সর্দি-কাশি রয়েছে। তার সঙ্গে দোসর শুষ্ক ত্বক। নভেম্বরের শেষে বিয়ের বাড়ির জিনিসপত্র কেনাকাটির সঙ্গে চলছে সেরা ময়েশ্চারাইজার বাছাইয়ের পর্ব।

1 / 8
যে ক্রিম দীর্ঘক্ষণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। যে ময়েশ্চারাইজার মাখলে হাত-পা খসখস করবে না—এমন প্রসাধনীর খোঁজ নিশ্চয়ই আপনিও করছেন? এক্ষেত্রে 'বডি বাটার' সেরা বিকল্প।

যে ক্রিম দীর্ঘক্ষণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। যে ময়েশ্চারাইজার মাখলে হাত-পা খসখস করবে না—এমন প্রসাধনীর খোঁজ নিশ্চয়ই আপনিও করছেন? এক্ষেত্রে 'বডি বাটার' সেরা বিকল্প।

2 / 8
বাজারে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের বডি বাটার পাওয়া যায়। এটি শুষ্ক ত্বকের জন্য আদর্শ। স্নান সেরে একবার এই বডি বাটার মাখলে সারাদিনে আর কোনও ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়ে না।

বাজারে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের বডি বাটার পাওয়া যায়। এটি শুষ্ক ত্বকের জন্য আদর্শ। স্নান সেরে একবার এই বডি বাটার মাখলে সারাদিনে আর কোনও ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়ে না।

3 / 8
বাজারে যে সব বডি বাটার পাওয়া যায়, সেগুলো দাম আকাশছোঁয়া। কম খরচে ভাল মানের বডি বাটার খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অল্প খরচে বাড়িতে বডি বাটার বানিয়ে নেওয়া খুব সহজ। 

বাজারে যে সব বডি বাটার পাওয়া যায়, সেগুলো দাম আকাশছোঁয়া। কম খরচে ভাল মানের বডি বাটার খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অল্প খরচে বাড়িতে বডি বাটার বানিয়ে নেওয়া খুব সহজ। 

4 / 8
বডি বাটারের প্রধান উপাদান হল শিয়া বাটার ও কোকো বাটার। যে কোনও ই-কমার্স‌ সাইট থেকে এই দুই উপাদান কিনে নিন। তার সঙ্গে জোজোবা অয়েল আর আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল কিনুন। আর বাঙালির বাড়িতে নারকেল তেল থাকেই। এতেই তৈরি হবে বডি বাটার।

বডি বাটারের প্রধান উপাদান হল শিয়া বাটার ও কোকো বাটার। যে কোনও ই-কমার্স‌ সাইট থেকে এই দুই উপাদান কিনে নিন। তার সঙ্গে জোজোবা অয়েল আর আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল কিনুন। আর বাঙালির বাড়িতে নারকেল তেল থাকেই। এতেই তৈরি হবে বডি বাটার।

5 / 8
একটি বড় বাটিতে জল গরম বসান নিন। এর উপর আরেকটি বড় পাত্র বসান। অর্থাৎ, বডি বাটার বানাতে আপনার ডবল বয়েলিং পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার ২ চামচ করে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল নিন।

একটি বড় বাটিতে জল গরম বসান নিন। এর উপর আরেকটি বড় পাত্র বসান। অর্থাৎ, বডি বাটার বানাতে আপনার ডবল বয়েলিং পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার ২ চামচ করে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল নিন।

6 / 8
এবার উপরের বাটিতে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল একসঙ্গে ঢেলে দিন। উপকরণগুলো গলে গেলে, একে-অপরের সঙ্গে মিশে যাবে। এরপর গরম জলের বাটি সরিয়ে নিন এবং মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 

এবার উপরের বাটিতে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল একসঙ্গে ঢেলে দিন। উপকরণগুলো গলে গেলে, একে-অপরের সঙ্গে মিশে যাবে। এরপর গরম জলের বাটি সরিয়ে নিন এবং মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 

7 / 8
বডি বাটারের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এতে ২ চামচ জোজোবা অয়েল ও ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। ব্যস তৈরি বডি বাটার। কাচের শিশিতে তুলে রাখুন বডি বাটার। শীতভর এটি ত্বকে আর্দ্রতা জোগাবে।

বডি বাটারের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এতে ২ চামচ জোজোবা অয়েল ও ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। ব্যস তৈরি বডি বাটার। কাচের শিশিতে তুলে রাখুন বডি বাটার। শীতভর এটি ত্বকে আর্দ্রতা জোগাবে।

8 / 8
Follow Us: