এই বিয়ের মরসুমে ঠোঁটে কালো দাগ একদম নয়, চার ঘরোয়া টোটকায় মুশকিল আসান

DIY Lip Mask: গোলাপি ঠোঁট পেতে কোনও দামি জিনিস ব্যবহার করার দরকার নেই। আপনার বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যা ব্যবহার করলেই নরম গোলাপি ঠোঁট পাবেন। কিন্তু প্রথমে জানা দরকার, ঠোঁট কেন কালো হয়? শরীরে আদ্রতার অভাব দেখা দিলে ঠোঁটের উপরেও সেটার প্রভাব পড়বে।

| Updated on: Feb 09, 2024 | 4:00 PM
গোলাপি ঠোঁট পাওয়া যাচ্ছে না। তবে এর উপায় কী? খুব কম দামের লিপ বাম ব্যবহার না করাই ভাল।

গোলাপি ঠোঁট পাওয়া যাচ্ছে না। তবে এর উপায় কী? খুব কম দামের লিপ বাম ব্যবহার না করাই ভাল।

1 / 8
সুগন্ধী যুক্ত লিপবাম ব্যবহার না করাই ভাল। সঙ্গে কেনার সময় দেখে নিন তাতে এসপিএফ আছে কি না। কম করে ৩০ এসপিএফ আছে এমন কোনও বাম কিনুন ঠোঁটে লাগানোর জন্য।

সুগন্ধী যুক্ত লিপবাম ব্যবহার না করাই ভাল। সঙ্গে কেনার সময় দেখে নিন তাতে এসপিএফ আছে কি না। কম করে ৩০ এসপিএফ আছে এমন কোনও বাম কিনুন ঠোঁটে লাগানোর জন্য।

2 / 8
গোলাপি ঠোঁট পেতে কোনও দামি জিনিস ব্যবহার করার দরকার নেই। আপনার বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যা ব্যবহার করলেই নরম গোলাপি ঠোঁট পাবেন।

গোলাপি ঠোঁট পেতে কোনও দামি জিনিস ব্যবহার করার দরকার নেই। আপনার বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যা ব্যবহার করলেই নরম গোলাপি ঠোঁট পাবেন।

3 / 8
কিন্তু প্রথমে জানা দরকার, ঠোঁট কেন কালো হয়? শরীরে আদ্রতার অভাব দেখা দিলে ঠোঁটের উপরেও সেটার প্রভাব পড়বে। তাই দিনে অন্তত ৭-৮ গ্লাস জল খান। নাহলে ঠোঁট রুক্ষ হয়ে যাবে।

কিন্তু প্রথমে জানা দরকার, ঠোঁট কেন কালো হয়? শরীরে আদ্রতার অভাব দেখা দিলে ঠোঁটের উপরেও সেটার প্রভাব পড়বে। তাই দিনে অন্তত ৭-৮ গ্লাস জল খান। নাহলে ঠোঁট রুক্ষ হয়ে যাবে।

4 / 8
চিনি ও মধুর প্যাক ঠোঁটের মরা চামড়া দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও বাদাম তেল লাগিয়েও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। আপনি চাইলে অ্যালোভেরা জেলে চিনি মিশিয়েও তা স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

চিনি ও মধুর প্যাক ঠোঁটের মরা চামড়া দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও বাদাম তেল লাগিয়েও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। আপনি চাইলে অ্যালোভেরা জেলে চিনি মিশিয়েও তা স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

5 / 8
আপনি ঠোঁটে রাতে লেবু, আলু এবং বিটের রস ঠোঁটে লাগান। সকালে ধুয়ে ফেলুন। এই টোটতা ঠোঁটের কালো দাগ দূর করে গোলাপি আভা দেবে।

আপনি ঠোঁটে রাতে লেবু, আলু এবং বিটের রস ঠোঁটে লাগান। সকালে ধুয়ে ফেলুন। এই টোটতা ঠোঁটের কালো দাগ দূর করে গোলাপি আভা দেবে।

6 / 8
সপ্তাহে একবার এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন। তবে আপনাকে এই সব কিছুই ব্যবহার করে যেতে হবে। একদিনে কিছুই হয় না।

সপ্তাহে একবার এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন। তবে আপনাকে এই সব কিছুই ব্যবহার করে যেতে হবে। একদিনে কিছুই হয় না।

7 / 8
ঠোঁটে নিয়মিত লিপবামও লাগান। এতে ঠোঁট শুষ্ক হয়ে পড়বে না। ফলে ফাঁটাভাবও কম দেখা দেবে। রাতে ঘুমানোর সময় ঠোঁটে নারকেল তেল দিন। এতেও ঠোঁট নরম থাকে।

ঠোঁটে নিয়মিত লিপবামও লাগান। এতে ঠোঁট শুষ্ক হয়ে পড়বে না। ফলে ফাঁটাভাবও কম দেখা দেবে। রাতে ঘুমানোর সময় ঠোঁটে নারকেল তেল দিন। এতেও ঠোঁট নরম থাকে।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...