Anti Aging: বোটক্সের দরকার নেই, এই জেল মাখলেই টানটান হবে ঝুলে পড়া গাল
megha |
Jul 17, 2024 | 4:27 PM
Homemade Botox Gel: বয়সের সঙ্গে চামড়া ঝুলে পড়ে। এই আলগা চামড়াকেই আবার টানটান করে তোলেন বোটক্সের সাহায্যে। বোটক্স করাতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। তার সঙ্গে ত্বককে সইতে হবে ধকল। এর চেয়ে ফ্ল্যাক্স সিড দিয়ে বানিয়ে ফেলুন বোটক্স জেল।
1 / 8
বয়সের সঙ্গে চামড়া ঝুলে পড়ে। এই আলগা চামড়াকেই আবার টান টান করে তুলতে অনেকেই বোটক্সের সাহায্য নেন। কিন্তু আপনাকে যে বোটক্সের সাহায্য নিতেই হবে, এমন কিন্তু নয়। প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও বার্ধক্যকে রুখে দিতে পারেন।
2 / 8
বোটক্স করাতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। তার সঙ্গে ত্বককে সইতে হবে ধকল। এর চেয়ে ফ্ল্যাক্স সিড দিয়ে বানিয়ে ফেলুন বোটক্স জেল। বয়স বাড়লেও চামড়া ঝুলে পড়বে না।
3 / 8
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেলে ভরপুর হল ফ্ল্যাক্স সিড। এই বীজের জেল বানিয়ে নিয়মিত মুখে মাখলে ত্বকের ধারে কাছে ঘেঁষবে না বার্ধক্য। ধরা দেবে না বলিরেখা, দাগছোপ।
4 / 8
সসপ্যানে ১ কাপ জল গরম বসান। এতে ২ চামচ ফ্ল্যাক্স সিড মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। দেখবেন মিশ্রণটি আঠালো ও থকথক হয় যেন। এরপর সুতির কাপড় মিশ্রণটি ঢেলে নিন এবং জেল বের করে নিন।
5 / 8
ফ্ল্যাক্স সিডের জেল ঠান্ডা হলে এতে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার কিংবা টি ট্রি অয়েল মিশিয়ে দিন। তৈরি আপনার বোটক্স জেল। এই জেলটি একটি কাচের জারে ভরে রাখুন। ফ্রিজে রাখতে ভুলবেন না যেন।
6 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে নিন। এরপর এই বোটক্স জেল নিয়ে মুখে ভাল করে মালিশ করুন। সার্কুলার মোশনে মালিশ করবেন। এরপর ১৫ মিনিট রেখে দিন। ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
7 / 8
ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায় এই বোটক্স জেল। সপ্তাহে দু-তিন বার ব্যবহার করুন এই বোটক্স জেল। ফ্ল্যাক্স সিডের জেল ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং পুষ্টি জোগায়।
8 / 8
ফ্রিজে ২-৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বোটক্স জেল। নিয়মিত মুখে বোটক্স জেল মালিশ করলে বলিরেখা ও সূক্ষ্মরেখা পড়বে না। এটি ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেবে।