Spider Bite: মাকড়সার কামড়ে জ্বলছে ত্বক? এই উপায়ে সারিয়ে তুলুন ক্ষত
TV9 Bangla Digital | Edited By: megha
May 15, 2023 | 4:51 PM
Home Remedies: মাকড়সা কামড়ে ত্বকের উপর ফোলাভাব, চুলকানি এবং লালচে ভাব দেখা দিতে পারে। ত্বকের উপর মারাত্মক প্রদাহ তৈরি হয়। যদি মাকড়সার কামড়ে ত্বকের উপর চুলকানি, ব্যথা, র্যাশের সমস্যা দেখেন, তাহলে ঘরোয়া উপায়ে তা সারিয়ে তুলতে পারেন।
1 / 8
পিটার পার্কারকে মাকড়সা কামড়াল তারপরের ঘটনা ইতিহাস। 'স্পাইডারম্যান'-এর রূপ ধারণ করল তিনি। কিন্তু আপনার ক্ষেত্রে তা হবে না। অর্থাৎ আপনাকে মাকড়সা কাটলে কিন্তু অবস্থা বেহাল হতে পারে।
2 / 8
মাকড়সা কামড়ে ত্বকের উপর ফোলাভাব, চুলকানি এবং লালচে ভাব দেখা দিতে পারে। ত্বকের উপর মারাত্মক প্রদাহ তৈরি হয়। অনেকের ক্ষেত্রে পেটে ব্যথা, বমি, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
3 / 8
কোন প্রজাতির মাকড়সা আপনাকে কামড়েছে তার উপর নির্ভর করে কতটা জোরাল হবে লক্ষণগুলো। যদি মাকড়সার কামড়ে ত্বকের উপর চুলকানি, ব্যথা, র্যাশের সমস্যা দেখেন, তাহলে ঘরোয়া উপায়ে তা সারিয়ে তুলতে পারেন।
4 / 8
যদিও মাকড়সা কামড়ায় এবং ত্বকে জ্বালাভাব দেখা দেয়, তাহলে প্রাথমিকভাবে বরফ লাগাতে পারেন। মাকড়সা কামড়ানোর সঙ্গে সঙ্গে বরফ লাগালে ত্বকের উপর প্রদাহ তৈরি হবে না। পাশাপাশি জ্বালাভাব কমে যাবে।
5 / 8
যে জায়গা মাকড়সা কামড়াবে সেখানটা সাবান ও জল দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন। তারপর ক্ষতর উপর কোনও অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগিয়ে নিতে পারেন। এতে সংক্রমণের ঝুঁকি কমে যাবে।
6 / 8
মাকড়সা কামড়ানোর ক্ষত দ্রুত সারিয়ে তুলতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, যা জ্বালাভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি প্রদাহ কমাবে।
7 / 8
মাকড়সা কামড়ানোর কারণে যদি চুলকানির সমস্যা দেখা দেয়, তাহলে ত্বকের উপর বেকিং সোডার পেস্ট বানিয়ে লাগাতে পারেন। ১ চামচ বেকিং সোডায় জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এটি ক্ষত উপর লাগান। দিনে একবার উপায়টি কাজে লাগাতে পারেন।
8 / 8
মাকড়সা কামড়ানো ক্ষত সারাতে সাহায্য নিন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা আপনার ক্ষত নিরাময়ে সাহায্য করবে। নারকেল তেলের সঙ্গে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ক্ষত উপর লাগান। দিনে ৩-৪ বার এই টোটকা মেনে চললে সেরে উঠবে ক্ষত।