Acne Scars Remedies: রোজ ব্র্যান্ডেড ক্রিম লাগিয়ে ব্রণর দাগ উঠছে না? এবার ভরসা রাখুন সস্তার উপাদানে

TV9 Bangla Digital | Edited By: megha

Jun 17, 2023 | 4:32 PM

Home Remedies: ব্রণ কমলেও দাগ দূর হয় না। আর এই ব্রণর দাগই নিখুঁত ত্বকের পথে বাধা হয়ে দাঁড়ায়। নামীদামি ক্রিম মেখেও ব্রণর দাগ দূর হয় না। প্রাথমিক স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। তবে এতে স্থায়ী সমাধান মিলতে একটু সময় লাগবে। 

1 / 8
ব্রণ কমলেও দাগ দূর হয় না। আর এই ব্রণর দাগই নিখুঁত ত্বকের পথে বাধা হয়ে দাঁড়ায়। নামীদামি ক্রিম মেখেও ব্রণর দাগ দূর হয় না। তাহলে উপায় কী?

ব্রণ কমলেও দাগ দূর হয় না। আর এই ব্রণর দাগই নিখুঁত ত্বকের পথে বাধা হয়ে দাঁড়ায়। নামীদামি ক্রিম মেখেও ব্রণর দাগ দূর হয় না। তাহলে উপায় কী?

2 / 8
প্রাথমিক স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই ৩ ধাপ মানতে হবে অক্ষরে অক্ষরে। তবে এতে স্থায়ী সমাধান মিলতে একটু সময় লাগবে। 

প্রাথমিক স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই ৩ ধাপ মানতে হবে অক্ষরে অক্ষরে। তবে এতে স্থায়ী সমাধান মিলতে একটু সময় লাগবে। 

3 / 8
Acne Scars Remedies: রোজ ব্র্যান্ডেড ক্রিম লাগিয়ে ব্রণর দাগ উঠছে না? এবার ভরসা রাখুন সস্তার উপাদানে

4 / 8
ব্রণর দাগ দূর করতে সাহায্য নিতে পারেন নারকেল তেলের। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই-এর সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। তাই ত্বকে নারকেল তেল মালিশ করতে পারেন। 

ব্রণর দাগ দূর করতে সাহায্য নিতে পারেন নারকেল তেলের। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই-এর সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। তাই ত্বকে নারকেল তেল মালিশ করতে পারেন। 

5 / 8
স্কিন কেয়ারে রুটিনে যোগ করুন হলুদ। হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। হলুদ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। মুখের যাবতীয় দাগছোপ দূর করতে উপকারী হলুদ।  

স্কিন কেয়ারে রুটিনে যোগ করুন হলুদ। হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। হলুদ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। মুখের যাবতীয় দাগছোপ দূর করতে উপকারী হলুদ।  

6 / 8
ব্রণ কমাতে সাহায্য করে টি ট্রি অয়েল। এই এসেনশিয়াল অয়েল ব্রণ কমে যাওয়ার পরও ব্যবহার করুন। কারণ টি ট্রি অয়েল ব্রণর দাগ হালকা করতেও উপযোগী। জলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। তাতে তুলোর বল ডুবিয়ে নিয়ে মুখে লাগান। 

ব্রণ কমাতে সাহায্য করে টি ট্রি অয়েল। এই এসেনশিয়াল অয়েল ব্রণ কমে যাওয়ার পরও ব্যবহার করুন। কারণ টি ট্রি অয়েল ব্রণর দাগ হালকা করতেও উপযোগী। জলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। তাতে তুলোর বল ডুবিয়ে নিয়ে মুখে লাগান। 

7 / 8
ব্রণর দাগ দূর করতে কার্যকর মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বকের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি ব্রণ ও ব্রণর দাগও দূর করে দেয় নিমেষে। মুলতানি মাটির ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। 

ব্রণর দাগ দূর করতে কার্যকর মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বকের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি ব্রণ ও ব্রণর দাগও দূর করে দেয় নিমেষে। মুলতানি মাটির ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। 

8 / 8
ব্রণর দাগ দূর করতে আঙুরের রস মাখতে পারেন। আঙুরের রসে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডার্ক‌ স্পট কমানোর পাশাপাশি ত্বকের বার্ধক্য দূর করতে সাহায্য করে। আঙুরকে ম্যাশ করে তার রস সরাসরি ত্বকে লাগাতে পারেন। 

ব্রণর দাগ দূর করতে আঙুরের রস মাখতে পারেন। আঙুরের রসে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডার্ক‌ স্পট কমানোর পাশাপাশি ত্বকের বার্ধক্য দূর করতে সাহায্য করে। আঙুরকে ম্যাশ করে তার রস সরাসরি ত্বকে লাগাতে পারেন। 

Next Photo Gallery