Money Savings: পুজোর মাসে খরচ বাড়তে চলেছে? এই ৫ টোটকা মানলে সেভিংসও হবে

TV9 Bangla Digital | Edited By: সায়ম কৃষ্ণ দেব

Sep 20, 2024 | 12:49 PM

Lifestyle Tips: সামনেই পুজো। কিন্তু হাত খালি। মূল্যবৃদ্ধির বাজারে পকেটে টান প্রায় সকলেরই। কিন্তু সংসার তো চালাতেই হবে। উৎসব, অনুষ্ঠান, লোক-লৌকিকতা যেন সারাবছর লেগে রয়েছে। তার সঙ্গে সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে।

1 / 8
সামনেই পুজো। কিন্তু হাত খালি। মূল্যবৃদ্ধির বাজারে পকেটে টান প্রায় সকলেরই। কিন্তু সংসার তো চালাতেই হবে।

সামনেই পুজো। কিন্তু হাত খালি। মূল্যবৃদ্ধির বাজারে পকেটে টান প্রায় সকলেরই। কিন্তু সংসার তো চালাতেই হবে।

2 / 8
উৎসব, অনুষ্ঠান, লোক-লৌকিকতা যেন সারাবছর লেগে রয়েছে। তার সঙ্গে সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে।

উৎসব, অনুষ্ঠান, লোক-লৌকিকতা যেন সারাবছর লেগে রয়েছে। তার সঙ্গে সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে।

3 / 8
পুজোর মাসে কেনাকাটা রয়েছে। আবার সংসারও চালাতে হবে। তার সঙ্গে রয়েছে টাকা জমানোরও পরিকল্পনা। সবটা কী করে সামলাবেন?

পুজোর মাসে কেনাকাটা রয়েছে। আবার সংসারও চালাতে হবে। তার সঙ্গে রয়েছে টাকা জমানোরও পরিকল্পনা। সবটা কী করে সামলাবেন?

4 / 8
কোন কোন খাতে খরচ করবেন, তার তালিকা আগে থেকেই তৈরি রাখুন। এমন কিছু খরচ আছে, যেগুলি প্রতি মাসেই করতে হয়। সেগুলো আলাদা করে রাখুন।

কোন কোন খাতে খরচ করবেন, তার তালিকা আগে থেকেই তৈরি রাখুন। এমন কিছু খরচ আছে, যেগুলি প্রতি মাসেই করতে হয়। সেগুলো আলাদা করে রাখুন।

5 / 8
স্যালারির কত শতাংশ সেভিংস করবেন আর কত টাকা খরচ করবেন, তা আগে থেকে পরিকল্পনা করে রাখুন। বাজেট বানিয়ে ব্যয় করলে খরচ নিয়ন্ত্রণে থাকবে।

স্যালারির কত শতাংশ সেভিংস করবেন আর কত টাকা খরচ করবেন, তা আগে থেকে পরিকল্পনা করে রাখুন। বাজেট বানিয়ে ব্যয় করলে খরচ নিয়ন্ত্রণে থাকবে।

6 / 8
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

7 / 8
নিজের শখ পূরণ করতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমান। লোন যত কম নেবেন, ততই ভাল। ক্রেডিট কার্ড ব্যবহার করলেও মাসের শেষ বা শুরুতেই সেই টাকা মিটিয়ে ফেলুন।

নিজের শখ পূরণ করতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমান। লোন যত কম নেবেন, ততই ভাল। ক্রেডিট কার্ড ব্যবহার করলেও মাসের শেষ বা শুরুতেই সেই টাকা মিটিয়ে ফেলুন।

8 / 8
সঞ্চয় জরুরি। যতই পুজোয় খরচ বাড়ুক, সেভিংস করতেই হবে আপনাকে। উপার্জনের একটা অংশ আলাদা করে রেখে দিন। তাতে ভুলেও হাত দেবেন না কিন্তু।

সঞ্চয় জরুরি। যতই পুজোয় খরচ বাড়ুক, সেভিংস করতেই হবে আপনাকে। উপার্জনের একটা অংশ আলাদা করে রেখে দিন। তাতে ভুলেও হাত দেবেন না কিন্তু।

Next Photo Gallery