Money Savings: পুজোর মাসে খরচ বাড়তে চলেছে? এই ৫ টোটকা মানলে সেভিংসও হবে
TV9 Bangla Digital | Edited By: সায়ম কৃষ্ণ দেব
Sep 20, 2024 | 12:49 PM
Lifestyle Tips: সামনেই পুজো। কিন্তু হাত খালি। মূল্যবৃদ্ধির বাজারে পকেটে টান প্রায় সকলেরই। কিন্তু সংসার তো চালাতেই হবে। উৎসব, অনুষ্ঠান, লোক-লৌকিকতা যেন সারাবছর লেগে রয়েছে। তার সঙ্গে সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে।
1 / 8
সামনেই পুজো। কিন্তু হাত খালি। মূল্যবৃদ্ধির বাজারে পকেটে টান প্রায় সকলেরই। কিন্তু সংসার তো চালাতেই হবে।
2 / 8
উৎসব, অনুষ্ঠান, লোক-লৌকিকতা যেন সারাবছর লেগে রয়েছে। তার সঙ্গে সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে।
3 / 8
পুজোর মাসে কেনাকাটা রয়েছে। আবার সংসারও চালাতে হবে। তার সঙ্গে রয়েছে টাকা জমানোরও পরিকল্পনা। সবটা কী করে সামলাবেন?
4 / 8
কোন কোন খাতে খরচ করবেন, তার তালিকা আগে থেকেই তৈরি রাখুন। এমন কিছু খরচ আছে, যেগুলি প্রতি মাসেই করতে হয়। সেগুলো আলাদা করে রাখুন।
5 / 8
স্যালারির কত শতাংশ সেভিংস করবেন আর কত টাকা খরচ করবেন, তা আগে থেকে পরিকল্পনা করে রাখুন। বাজেট বানিয়ে ব্যয় করলে খরচ নিয়ন্ত্রণে থাকবে।
6 / 8
প্রতীকী ছবি
7 / 8
নিজের শখ পূরণ করতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমান। লোন যত কম নেবেন, ততই ভাল। ক্রেডিট কার্ড ব্যবহার করলেও মাসের শেষ বা শুরুতেই সেই টাকা মিটিয়ে ফেলুন।
8 / 8
সঞ্চয় জরুরি। যতই পুজোয় খরচ বাড়ুক, সেভিংস করতেই হবে আপনাকে। উপার্জনের একটা অংশ আলাদা করে রেখে দিন। তাতে ভুলেও হাত দেবেন না কিন্তু।