Remedies for Hiccups: হেঁচকি ওঠা বন্ধ হবে নিমেষে, জল না খেলে এই ৫ টোটকা কাজে লাগান
megha |
Sep 12, 2024 | 5:38 PM
Lifestyle Tips: হেঁচকি উঠলে বিরক্তির শেষ থাকে না। জল কম খেলে, দ্রুত খাবার খাওয়ার চেষ্টা করলে, গরম ও মশলাদার খাবার হেঁচকি উঠতে থাকে। হেঁচকি বন্ধ করার একমাত্র সমাধান জল নয়। ঘরোয়া টোটকাতেও হেঁচকি বন্ধ করা যায়। কোন উপায়ে হেঁচকি বন্ধ করবেন রইল সমাধান।
1 / 8
হেঁচকি উঠলে বিরক্তির শেষ থাকে না। জল কম খেলে, দ্রুত খাবার খাওয়ার চেষ্টা করলে, গরম ও মশলাদার খাবার হেঁচকি উঠতে থাকে।
2 / 8
অনেকের ধারণা, হেঁচকি উঠলে জল খাওয়া দরকার। কিন্তু জল খেলেও যেন হেঁচকি বন্ধ হতে চায় না। তাহলে কী করবেন?
3 / 8
হেঁচকি বন্ধ করার একমাত্র সমাধান জল নয়। ঘরোয়া টোটকাতেও হেঁচকি বন্ধ করা যায়। কোন উপায়ে হেঁচকি বন্ধ করবেন রইল সমাধান।
4 / 8
লম্বা শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। নাক বন্ধ রাখুন। যতক্ষণ বাড়বে শ্বাস চেপে রাখুন। তারপর ধীরে ধীরে শ্বাস রাখুন। কয়েক এই পদ্ধতি অবলম্বন করলেই হেঁচকি কমবে।
5 / 8
দু'কানে দুটো আঙুল ঢুকিয়ে কিছুক্ষণ বসুন। শ্বাস চেপে রাখার চেষ্টা করুন। এই টোটকা মানলেও সহজেই হেঁচকি বন্ধ হয়ে যাবে।
6 / 8
হেঁচকি উঠতে শুরু হলে এক চামচ মাখন ও চিনি খেয়ে নিন। হেঁচকি কমাতে এই টোটকা দারুণ উপযোগী। মাখনের ফ্যাট ও চিনির শর্করা হেঁচকি বন্ধ করে দেয়।
7 / 8
হেঁচকি ওঠা শুরু হলে এক টুকরো লেবু মুখে পুরে ফেলুন। লেবুর টক স্বাদ মুখের ডায়াফ্রাম পেশিগুলিকে উত্তেজিত তোলে। এতে হেঁচকি বন্ধ হয়ে যায়।
8 / 8
হেঁচকি উঠতে থাকলে মুখে বরফের টুকরোও পুরে ফেলতে পারেন। কিছুক্ষণ মুখে বরফ রাখলে তা গলে যাবে এবং তখন সেটা গিলে নিন। এতে হেঁচকি থেকে মুক্তি পাবেন।