
প্রতীকী ছবি।

বিমানে ওঠার আগে টিকিট কাটা থেকে বিমানবন্দরে টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নেওয়া, ব্যাগপত্র জমা করা-সহ অনেকগুলি ধাপ থাকে। এই ধাপগুলি ঠিকমতো না পেরোলে বিমানে ওঠা সম্ভব নয়

বিমানে ওঠা পর্যন্ত তো টিকিট-নথি, নিরাপত্তা যাচাই আদতে বিমানবন্দরের নিয়ম। কিন্তু, বিমানে ওঠার পরেও বেশ কিছু অলিখিত নিয়ম মেনে চলতে হয়, যা অনেকেই জানেন না

বিমানে ওঠার পর অবশ্যই সিটবেল্ট বেঁধে নেবেন। সিটবেল্ট না বাঁধলে হঠাৎ ঝাঁকুনির সময় আপনি পড়ে যেতে পারেন। বিশেষত, বিমান ওড়া এবং নামার মুহূর্তে সিটবেল্ট লাগিয়ে রাখা জরুরি

বিমানে ওঠার পর অযথা ঘোরাঘুরি করবেন না। সেক্ষেত্রে ভারসাম্য বিঘ্নিত হতে পারে বা ঝাঁকুনিতে আপনি পড়ে যেতে পারেন। এমনকি, বিমান ওঠা ও নামার মুহূর্তে সিট কোনও কারণেই ছেড়ে উঠবেন না

বিমানে উঠে কানে হেডফোন লাগিয়ে রাখা উচিত। বিশেষত, অনেকক্ষণের সফর হলে কান বন্ধ হয়ে যেতে পারে। সেই সমস্যা এড়াতে কানে হেডফোন অথবা তুলো দিয়ে রাখুন। এছাড়া ঘাড়ের সমস্যা এড়াতে নেক-পিলো লাগাতে পারেন

যাঁদের পেটের সমস্যা রয়েছে, তাঁরা বিমানে ওঠার আগে অতিরিক্ত বা বেশি মশলাদার খাবার খাবেন না। বিমানে উঠেও মশলাযুক্ত বা এমন খাবার খাবেন না যাতে বদহজম, বমির মতো সমস্যা হতে পারে। আবার পেট খালি রেখেও বিমানে উঠবেন না

বিমানে ওঠা এবং নামার সময় হুড়োহুড়ি করবেন না। লাইন দিয়ে ধীরে-ধীরে নামুন। লাইন ভেঙে হুড়োহুড়ি করলে বিপদ হতে পারে। এছাড়া বড় ব্যাগ থাকলে আগেই বিমানের লাগেজ কাউন্টারে ফেলে দিন। নয়তো বিমানে ব্যাগ রাখা থেকে নামার সময় সমস্যা হবে