Sandakaphu Treak: সন্দাকফু ট্রেকিংয়ের প্ল্যান করছেন? জেনে নিন নতুন নিয়ম
Sukla Bhattacharjee |
Aug 03, 2024 | 8:31 AM
Sandakaphu Treak New Rules: ট্রেকিংয়ের জন্য আমাদের ঘরের কাছেই রয়েছে সন্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে ট্রেকিং করে ওঠা এবং সেখান থেকে সূর্যোদয় দেখার লোভ অনেকেরই রয়েছে। সারা বছরই বহু মানুষ সন্দাকফু ট্রেকিংয়ে যান। পুজোর ছুটিতে আপনিও সন্দাকফু ট্রেকিংয়ে যাওয়ার প্ল্যান করছেন। এতদিন কেবল প্ল্যান করে, গাইড, ট্রেনের টিকিট ঠিক করলেই চলত। কিন্তু, এবার সন্দাকফু যাওয়ার জন্য জারি হচ্ছে নয়া নিয়ম।
1 / 8
বেড়াতে কম-বেশি সকলেই ভালবাসেন। কারও পছন্দ পাহাড় তো কারও সমুদ্র বা জঙ্গল। অনেকে আবার গাড়ি করে বেড়ানোর বদলে ট্রেকিং করতে বেশি পছন্দ করেন
2 / 8
ট্রেকিংয়ের জন্য আমাদের ঘরের কাছেই রয়েছে সন্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে ট্রেকিং করে ওঠা এবং সেখান থেকে সূর্যোদয় দেখার লোভ অনেকেরই রয়েছে। সারা বছরই বহু মানুষ সন্দাকফু ট্রেকিংয়ে যান
3 / 8
পুজোর ছুটিতে আপনিও সন্দাকফু ট্রেকিংয়ে যাওয়ার প্ল্যান করছেন। এতদিন কেবল প্ল্যান করে, গাইড, ট্রেনের টিকিট ঠিক করলেই চলত। কিন্তু, এবার সন্দাকফু যাওয়ার জন্য জারি হচ্ছে নয়া নিয়ম
4 / 8
সন্দাকফু ট্রেকিংয়ে যেতে হলে এবার থেকে ফিটনেস সার্টিফিকেট দরকার। এমনই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। এই বিষয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে
5 / 8
বর্তমানে অমরনাথ, মানসসরোবর, মাউন্ট এভারেস্টের মতো সুউচ্চ শৃঙ্গে ট্রেকিংয়ের জন্য ফিটনেস সার্টিফিকেট দিতে হয়। সন্দাকফু ট্রেকিংয়ের জন্য এরকম কোনও ছাড়পত্রের দরকার ছিল না
6 / 8
সম্প্রতি সন্দাকফু ট্রেকিংয়ে গিয়ে উচ্চতার কারণে অক্সিজেনের অভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অনেকে মাঝপথ থেকে ফিরে আসেন। এই সমস্ত ঘটনার জেরেই ট্রেকারদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ
7 / 8
অমরনাথ, এভারেস্ট ট্রেকিংয়ের আবেদন করার সময়ই ফিটনেস সার্টিফিকেট দিতে হয়। তবে সন্দাকফু ট্রেকিং শুরুর পয়েন্টে মেডিক্যাল ক্যাম্প থাকবে। সেখানে ইসিজি, ইকো-কার্ডিওগ্রাফি, বুকের এক্স-রে এবং পিএফটি করা হবে
8 / 8
জিটিএ পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, সান্দাকফু ট্রেকিং শুরুর পয়েন্টে স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিট সার্টিফিকেট পেলেই মিলবে সান্দাকফু ট্রেকিংয়ের অনুমতি। যদিও জিটিএ-র এই প্রস্তাবে এখনও রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি