Oily Skin Care in Summer: গরমে যে ভাবে ত্বকের যত্ন নিলে তেলতেলে দেখাবে না মুখ, পাবেন ম্যাট-ফিনিশ লুক
TV9 Bangla Digital | Edited By: megha
Apr 09, 2023 | 8:30 AM
Skin Care Routine: তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া সহজ কাজ নয়। তার উপর সব ধরনের পণ্য ত্বকের উপর ব্যবহার করা যায় না। তাই কোন ধরনের পণ্য ব্যবহার করবেন এবং কীভাবে ত্বকের যত্ন নেবেন, রইল টিপস।
1 / 8
গরম আসতেই নাজেহাল অবস্থা হয় তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের। সারাক্ষণ মুখে তেলতেলে ভাব থাকে। তার সঙ্গে ব্রণ, ব্ল্যাকহেডসের সমস্যা। রোদে বেরোলে ম্লান দেখায় মুখ। এমনকী মুখ ধোয়ার পরও সতেজতা ফিরে আসে না। ধীরে ধীরে হারিয়ে যায় ত্বকের জেল্লা।
2 / 8
তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া সহজ কাজ নয়। তার উপর সব ধরনের পণ্য ত্বকের উপর ব্যবহার করা যায় না। তাই কোন ধরনের পণ্য ব্যবহার করবেন এবং কীভাবে ত্বকের যত্ন নেবেন, রইল টিপস।
3 / 8
ত্বকের যত্ন নেওয়ার প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করা। দিনে দু'বার ফেসওয়াশ ব্যবহার করুন। অয়েল স্কিন বলে এমন ফেসওয়াশ ব্যবহার করবেন না, যাতে ত্বক শুষ্ক হয়ে যায়। বরং, এমন ক্লিনজার ব্যবহার করুন, হতে ত্বকের আর্দ্রতা ও পিএইচ স্তর বজায় থাকে।
4 / 8
দ্বিতীয় ধাপ, টোনিং। ক্লিনজারের পর তুলোর বলে টোনার নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এটা রোমকূপ পরিষ্কার করতে এবং ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সাহায্য করে। ক্লিনজিং ও টোনিং এই দুই ধাপ আপনাকে সকাল-বিকাল মেনে চলতে হবে।
5 / 8
ত্বক তৈলাক্ত ও ঋতু গ্রীষ্ম হলেও আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে আপনি অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। রাতেও এমন নাইট ক্রিম ব্যবহার করুন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
6 / 8
তৈলাক্ত ত্বক হোক বা ব্রণ প্রবণ ত্বক সানস্ক্রিন এড়িয়ে গেলে চলবে না। ত্বককে ভাল রাখতে গেলে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখতে হবে। তাই সানস্ক্রিন মাখতে হবে প্রতি দু'ঘণ্টা অন্তর।
7 / 8
তৈলাক্ত ত্বকের যত্নে এক্সফোলিয়েশন জরুরি। এতে মরা চামড়া দূর হয়ে যায় এবং ত্বকের জেল্লা বাড়ে। কিন্তু রোজ এক্সফোলিয়েশন করবেন না। সপ্তাহে দু'বার স্ক্রাব ব্যবহার করুন। এতেই উপকার পাবেন।
8 / 8
সপ্তাহে একদিন ফেসপ্যাক ব্যবহার করুন। ক্লে-এর তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের যত্নে আপনি বেসন, মুলতানি মাটি কিংবা চন্দনের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এই কয়েকটি উপায় মেনে চললেই আপনার তৈলাক্ত ত্বক ভাল থাকবে।