TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 23, 2023 | 5:24 PM
শুধুই সুন্দর ত্বক ও চুল নয়, মহিলা মহলে সুন্দর ভুরুর চাহিদাও কিন্তু কম নয়। ঘন, সুন্দর ভুরু পেতে অনেক মহিলাই নানান সামগ্রী ব্যবহার করে থাকেন।
পেনসিল দিয়ে ভুরু এঁকে সাময়িক সমস্যা মিটলেও এর দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে। সমস্যার সমাধান লুকিয়ে ঘরোয়া টোটকায়। কী করতে হবে জানুন...
নারকেল তেল ভুরু ঘন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েকত ফোঁটা নারকেল তেল হাতের তালুতে নিন।
এবার সেটিকে ভুরুতে ভাল করে লাগিয়ে নিন। সারা রাত রেখে সকালে পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ভুরু মোটা ও ঘন হয়।
ভুরুর ঘনত্ব বৃদ্ধি কতে পেঁয়াজের রস খুবই উপকারী। কয়েকটি পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিন। এবার ওই নির্যাস হাতের তালুতে নিয়ে ভুরুতে মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
কালো, ঘন ভুরু পেতে ব্যবহার করতে পারেন হরিতকী। একটি হরিতকী নিয়ে তা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে তা ফাটিয়ে ভুরুতে লাগিয়ে নিন। ফলাফল নিজেক চোখেই ধরা পড়বে।
রূপচর্চায় অ্যালোভেরার অবদান অনেক। চুল থেকে শুরু করে ত্বক সব কিছুর খেয়াল রাখে বাড়ির উঠোনে গজানো অ্যালোভেরা। ভুরুর ক্ষেত্রেও এটি ভীষণ উপকারী।
কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে ভুরুতে মালিশ করে নিন। ৩০ মিনিট মতো রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।