TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 23, 2023 | 10:02 PM
এই গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। ইচ্ছে না থাকলেও রোজ গরমে ঘেমে নেয়ে অফিস আসতে ইচ্ছে। যতই স্নান করে সানস্ক্রিন মেখে বেরনো হোক না কেন গরমে সবই গলে জল হয়ে যাচ্ছে।
এছাড়াও রোদে, ঘামে ত্বক বেশি ক্লান্ত হয়ে পড়ছে। স্বাভাবিক আর্দ্রতাও হারিয়ে যাচ্ছে।
ঘাম বেশি হওয়া মানেই শরীর থেকে প্রয়োজনীয় খনিজ বেরিয়ে যায়। আর অভাব পূরণে বেশি করে জল, নুন-লেবুর জল এসব খেতেই হবে। এই রোদ থেকে ঘেমে সরাসরি এসির মধ্যে প্রবেশ করলে ত্বকের উপর প্রভাব বেশি পড়ে।
গরমে তাই ত্বককে ক্লান্তির হাত থেকে বাঁচাতে বেশ কিছু নিয়ম মেনে চলতেই হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হল গোলাপ জল।
আজ নয়, বছ বছর ধরেই ত্বক সতেজ রাখতে ব্যবহার করা হচ্ছে এই গোলাপ জল। খোদ ক্লিওপেট্রা এই গোলাপ জল ব্যবহার করতেন রূপচর্চার কাজে। এছাড়াও ত্বকের যত্নে একাধিক উপায়ে ব্যবহার করা যায় এই গোলাপ জল।
গরমে স্নানের জলে গোলাপ জল মেশালে যেমন আরাম পাওয়া যায় তেমনই রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জল মাখলে অনেক বেশি আরাম পায়।
গরমে ত্বকের আর্দ্রতা ফেরাতে যেমন গোলাপ জল কাজে আসে তেমনই গোলাপ জল ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। প্রতিদিন গোলাপ জল ব্যবহার করলে ত্বক মসৃণ থাকে।
দূষণ আর সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের অনেক ক্ষতি হয়। আর এই ক্ষতির হাত থেকে ত্বককে রেহাই দেয় গোলাপ জল। এর ফলে ত্বকে খনিজের ভারসাম্য বজায় থাকে আর ত্বকও অনেক বেশি সহজ থাকে। সেই সঙ্গে জ্বালা ভাব কমায়।