Dark Circle: চোখের তলায় গাঢ় হচ্ছে কালো দাগ? রইল সমাধান

Dark Circle Problem: যদি আপনার কোনও রকম অ্যালার্জি থেকে থাকে তবে অবিলন্বে তার চিকিৎসা করান।

| Edited By: | Updated on: Apr 04, 2023 | 1:20 PM
বর্তমানে ডার্ক সার্কেলের জেরে জর্জরিত অনেকেই। চোখের তলায় অবাঞ্ছিত কালো দাগ দেখতে একেবারেই ভাল লাগে না। কী ভাবে মেটাবেন এই কালো দাগ? রইল উপায়...

বর্তমানে ডার্ক সার্কেলের জেরে জর্জরিত অনেকেই। চোখের তলায় অবাঞ্ছিত কালো দাগ দেখতে একেবারেই ভাল লাগে না। কী ভাবে মেটাবেন এই কালো দাগ? রইল উপায়...

1 / 8
ডার্ক সার্কেল মেটাতে সবার আগে ঘুমের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। কারণ ডার্ক সার্কেলের অন্যতম কারণই হল কম ঘুম। তাই রাতে ৬-৭ ঘন্টা ঘুমোতেই হবে।

ডার্ক সার্কেল মেটাতে সবার আগে ঘুমের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। কারণ ডার্ক সার্কেলের অন্যতম কারণই হল কম ঘুম। তাই রাতে ৬-৭ ঘন্টা ঘুমোতেই হবে।

2 / 8
শরীরকে যতটা পারবেন ডিহাইড্রেটেড রাখুন। কারণ ডিহাইড্রেশনের ফলে কিন্তু চোখের তলার কালো দাগ বাড়ে। এক্ষেত্রে বেশি করে জল খাওয়া খুব জরুরি।

শরীরকে যতটা পারবেন ডিহাইড্রেটেড রাখুন। কারণ ডিহাইড্রেশনের ফলে কিন্তু চোখের তলার কালো দাগ বাড়ে। এক্ষেত্রে বেশি করে জল খাওয়া খুব জরুরি।

3 / 8
. যদি আপনার কোনও রকম অ্যালার্জি থেকে থাকে তবে অবিলন্বে তার চিকিৎসা করান। অনেকসময় এই অ্যালার্জির কারণে ডার্ক সার্কেল দেখা দেয়।

. যদি আপনার কোনও রকম অ্যালার্জি থেকে থাকে তবে অবিলন্বে তার চিকিৎসা করান। অনেকসময় এই অ্যালার্জির কারণে ডার্ক সার্কেল দেখা দেয়।

4 / 8
 আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। বাজারে অনেক এই ধরনের ক্রিম পাওয়া যায়। একটি ভাল ক্রিম বেছে নিয়ে প্রয়োগ করতে শুরু করুন। ফলাফল মিলবে।

আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। বাজারে অনেক এই ধরনের ক্রিম পাওয়া যায়। একটি ভাল ক্রিম বেছে নিয়ে প্রয়োগ করতে শুরু করুন। ফলাফল মিলবে।

5 / 8
 ডার্ক সার্কেল মেটানোর ঘরোয়া উপায় হল টি-ব্যাগ। ব্যবহার করা টি-ব্যাগ চোখের তলার অংশে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। ফলাফল পাবেন হাতেনাতে।

ডার্ক সার্কেল মেটানোর ঘরোয়া উপায় হল টি-ব্যাগ। ব্যবহার করা টি-ব্যাগ চোখের তলার অংশে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। ফলাফল পাবেন হাতেনাতে।

6 / 8
এক্ষেত্রে শশাও বেশ উপকারি। শশার রস এই চোখের তলার অবঞ্ছিত কালো দাগ দূর করতে সাহায্য করে। শশার পরিবর্তে আপনি আলুর রসও ব্যবহার করতে পারেন।

এক্ষেত্রে শশাও বেশ উপকারি। শশার রস এই চোখের তলার অবঞ্ছিত কালো দাগ দূর করতে সাহায্য করে। শশার পরিবর্তে আপনি আলুর রসও ব্যবহার করতে পারেন।

7 / 8
 টমেটো ও লেবুর রসও যেকোনও ধরনের দাগ, ছোপ তুলতে সাহায্য করে। চোখের তলার কালি তূলতে তাই ভরসা রাখুন টমেটো ও লেবুর রসে।

টমেটো ও লেবুর রসও যেকোনও ধরনের দাগ, ছোপ তুলতে সাহায্য করে। চোখের তলার কালি তূলতে তাই ভরসা রাখুন টমেটো ও লেবুর রসে।

8 / 8
Follow Us: