Spa At Home: পার্লারে গিয়ে আর গাদা-গাদা টাকা নষ্ট নয়, বাড়িতে একাই করে নিন স্পা এই সহজ উপায়ে
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 19, 2023 | 2:13 PM
Homemade Spa: টয়লেটে এসেন্সিয়াল অয়েল যুক্ত মোমবাতি ব্যবহার করুন। এর সুগন্ধে মন ও শরীর সতেজ হয়। এবং বাথরুমের পরিবেশটাও সুন্দর হয়। ফোম রোলার দিয়ে গোটা গায়ে ও মুখে ভাল করে মাসাজ করুন।
1 / 8
স্পা ব্য়াপারটা এখন বেশ ট্রেন্ডিং। বডি কিংবা হেয়ার স্পা করাতে মাসে একবার অন্তত পার্লারে ছোটেন অনেকেই। এক গাদা টাকাও খসিয়ে আসেন।
2 / 8
তবে জানেন কি বাড়িতেও স্পা করা সম্ভব? পকেট বাঁচিয়ে বাড়িতেই কীভাবে স্পা করবেন জেনে নিন...
3 / 8
ভাল করে স্নান করুন। এবং স্নানের জলে এপসম লবন মিশিয়ে ২০ মিনিট রেখে দিন। চেষ্টা করুন ওটমিল, ইয়োগার্ট মধু দিয়ে ফেস মাস্ক তৈরি করে গোটা মুখে লাগিয়ে নিন।
4 / 8
ফোম রোলার দিয়ে গোটা গায়ে ও মুখে ভাল করে মাসাজ করুন। যাতে পেশিতে রক্ত সঞ্চালন ভাল হয়। এবং শরীরের ক্লান্তি মেটে।
5 / 8
টয়লেটে এসেন্সিয়াল অয়েল যুক্ত মোমবাতি ব্যবহার করুন। এর সুগন্ধে মন ও শরীর সতেজ হয়। এবং বাথরুমের পরিবেশটাও সুন্দর হয়।
6 / 8
একটা বালতিতে গরম জল নিয়ে তাতে এপসম লবন মিশিয়ে ১০-১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে শরীরের সব ক্লান্তি মিটে যায়।
7 / 8
আজকাল বাজার চলতি বহু ভাল মানের বডি স্ক্রাব পাওয়া যায়। পুরো শরীরে ভাল করে স্ক্রাব করুন।
8 / 8
এছাড়াও ভাল করে ঘুমোন। বেশি করে জল খান। কারণ শরীরের আর্দ্রতা বজায় রাখা খুব জরুরী।