Pickles Recipe: আমের আচার তো অনেক হয়েছে, এবার রসুন-লঙ্কা দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই আচার
Pickles Recipe: আমের আচার তো সকলেই খান। আমের টক-ঝাল বা মিষ্টি আচার অনেকে বাড়িতেও বানিয়ে থাকেন। কিন্তু, রসুনের আচার খেয়েছেন? এবার বাড়িতে বানিয়ে নিন রসুন-লঙ্কার আচার। ভাত হোক বা রুটি-পরোটার সঙ্গেও একটু এই আচার হলে খাওয়াটা জমে যায়।