Potato For Face: আলুর সঙ্গে এই জিনিসটি মিশিয়ে মুখে লাগালেই যাবতীয় কালো দাগ-মেচেতা উঠে যাবে

Skin Whitening Potato Facial Bleach: আলু গ্রেট করে রস বের করে নিতে হবে। এবার এই আলুর রসের মধ্যে লেবুর রস, টকদই, নারকেল তেল মিশিয়ে নিতে হবে। দেখে নিন কী ভাবে করবেন বাড়িতে বসে ব্লিচিং

| Edited By: | Updated on: Aug 31, 2023 | 11:02 AM
সামনেই পুজো। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বত্র। পাড়ার মোড়ে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজও। এদিকে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রোজ বেরোতেই হচ্ছে।

সামনেই পুজো। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বত্র। পাড়ার মোড়ে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজও। এদিকে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রোজ বেরোতেই হচ্ছে।

1 / 8
বাইরের ধুলো-বালিতে আর দূষণে মুখের ক্ষতি সবচাইতে বেশি হয়। সানস্ক্রিন লাগালেও সমস্যার সমাধান হয়ে যায় না। দিনের পর দিন মুখে নোংরা জমতে জমতে একটা স্তর পড়ে যায়। সঙ্গে কালো দাগ-ছোপ তো থাকেই। তাই এভাবে যত্ন নিন বাড়িতেই।

বাইরের ধুলো-বালিতে আর দূষণে মুখের ক্ষতি সবচাইতে বেশি হয়। সানস্ক্রিন লাগালেও সমস্যার সমাধান হয়ে যায় না। দিনের পর দিন মুখে নোংরা জমতে জমতে একটা স্তর পড়ে যায়। সঙ্গে কালো দাগ-ছোপ তো থাকেই। তাই এভাবে যত্ন নিন বাড়িতেই।

2 / 8
আলুর খোসা ছাড়িয়ে ভাল করে গ্রেট করে নিতে হবে। এবার আলুর থেকে রস বের করে নিতে হবে। এবার ওর মধ্যে হাফ পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। এতে এক চামচ বেসন মিশিয়ে নিন।

আলুর খোসা ছাড়িয়ে ভাল করে গ্রেট করে নিতে হবে। এবার আলুর থেকে রস বের করে নিতে হবে। এবার ওর মধ্যে হাফ পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। এতে এক চামচ বেসন মিশিয়ে নিন।

3 / 8
লেবুর রসের পরিবর্তে টকদইও ব্যবহার করতে পারেন। এবার এতে চারফোঁটা নারকেল তেল মেশান। মুখ ধুয়ে এই ক্লিনজার ভাল করে মুখে লাগিয়ে নিতে হবে।

লেবুর রসের পরিবর্তে টকদইও ব্যবহার করতে পারেন। এবার এতে চারফোঁটা নারকেল তেল মেশান। মুখ ধুয়ে এই ক্লিনজার ভাল করে মুখে লাগিয়ে নিতে হবে।

4 / 8
যেখানে কালো দাগ আছে, ছোপ ছোপ ভাব আছে সেখানে এই আলুর মিশ্রণ লাগিয়ে দিতে ভুলবেন না। এবার তা ২০ মিনিট রেখে ভিজে রুমাল দিয়ে মুখ মুছে নিতে হবে।

যেখানে কালো দাগ আছে, ছোপ ছোপ ভাব আছে সেখানে এই আলুর মিশ্রণ লাগিয়ে দিতে ভুলবেন না। এবার তা ২০ মিনিট রেখে ভিজে রুমাল দিয়ে মুখ মুছে নিতে হবে।

5 / 8
এর ফলে মুখে একটা গ্লোয়িং ভাব আসে। এবার একটা সিরাম বানিয়ে নিতে হবে। বাকি আলুর রসের মধ্যে গ্লিসারিন, অ্যালোভেরা জেল, একটু মধু খুব ভাল করে মিশিয়ে নিন। তৈরি সিরাম। মুখে এই সিরাম খুব ভাল করে লাগিয়ে নিতে হবে

এর ফলে মুখে একটা গ্লোয়িং ভাব আসে। এবার একটা সিরাম বানিয়ে নিতে হবে। বাকি আলুর রসের মধ্যে গ্লিসারিন, অ্যালোভেরা জেল, একটু মধু খুব ভাল করে মিশিয়ে নিন। তৈরি সিরাম। মুখে এই সিরাম খুব ভাল করে লাগিয়ে নিতে হবে

6 / 8
এবার তা মুখে ১০ মিনিট রেখে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। যত ভাল ম্যাসাজ করবেন ততই বেশি গ্লো আসবে মুখে। কালো দাগ ছোপও মিলিয়ে যাবে

এবার তা মুখে ১০ মিনিট রেখে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। যত ভাল ম্যাসাজ করবেন ততই বেশি গ্লো আসবে মুখে। কালো দাগ ছোপও মিলিয়ে যাবে

7 / 8
জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আর যদি রাতে এই সিরাম লাগান তাহলে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে নিতে পারেন।

জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আর যদি রাতে এই সিরাম লাগান তাহলে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে নিতে পারেন।

8 / 8
Follow Us: