চোখের নীচে ফোলাভাব নিয়েই ডেটে যাবেন নাকি?
megha |
Feb 14, 2024 | 1:18 PM
Puffy Eyes: শাড়ি-পাঞ্জাবিতে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার সুযোগ এসেছে বাঙালির জীবনে। তাই তোরজোড়ও চলছে জোরকদমে। শাড়ি থেকে মেকআপ সব রয়েছে টিপটপ। কিন্তু চোখের ফোলাভাব লুকাবেন কীভাবে? মেকআপ দিয়ে ত্বকের খুঁত থাকা গেলেও চোখের ফোলাভাব এড়ানো যায় না।
1 / 8
শাড়ি-পাঞ্জাবিতে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার সুযোগ এসেছে বাঙালির জীবনে। তাই তোরজোড়ও চলছে জোরকদমে। শাড়ি থেকে মেকআপ সব রয়েছে টিপটপ। কিন্তু চোখের ফোলাভাব লুকাবেন কীভাবে?
2 / 8
মেকআপ দিয়ে ত্বকের খুঁত থাকা গেলেও চোখের ফোলাভাব এড়ানো যায় না। শারীরিক সমস্যা, হজমের গণ্ডগোল থেকে শুরু করে অনিদ্রা, মানসিক চাপ পাফি আইজের সমস্যা ডেকে আনে। সমস্যা যা-ই হোক না কেন, পাফি আইজের সমস্যা সরস্বতী পুজোর আগে দূর করা দরকার।
3 / 8
সাধারণত পর্যাপ্ত পরিমাণ জল পান করলে, মানসিক চাপ কম থাকলে এবং স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চললে সহজেই পাফি আইজের সমস্যা এড়ানো যায়। কিন্তু সরস্বতী পুজোর সঙ্গে যখন ভ্যালেনটাইন্স ডে পড়েছে, তখন ঘরোয়া টোটকায় দূর করুন চোখের ফোলাভাব।
4 / 8
চোখের উপর বরফের ব্যাগ ৫ মিনিট ধরে রাখুন। কোল্ড কমপ্রেস ত্বকের প্রদাহ ও ফোলাভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। এতে চোখের ফোলাভাব কমে যায়।
5 / 8
শসা পাতলা করে কেটে ফ্রিজে রাখুন। তারপর শসার টুকরো চোখের উপর রাখুন। শসা ত্বককে হাইড্রেট রাখে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি শসার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে।
6 / 8
চোখের উপর ব্যবহৃত চায়ের ব্যাগ রাখতে পারেন। গ্রিন টি বা ব্ল্যাক টিয়ের ব্যাগ ফ্রিজে রাখুন। তারপর ওই ঠান্ডা চায়ের ব্যাগ চোখের উপর রাখুন। এটি রক্ত সঞ্চালন বাড়াবে এবং ডার্ক সার্কেল দূর করবে।
7 / 8
বাজারে সহজেই আই রোলার পাওয়া যায়। যে কোনও সিরাম বা ময়েশ্চারাইজার মেখে আই রোলার দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন। চোখের চারপাশে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ফোলাভাব কমে যায়।
8 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আই ক্রিম মাখুন। এমন আই ক্রিম বেছে নিন যার মধ্যে রেটিনল, ভিতামিন সি, হাইলুরনিক অ্যাসিডের মতো উপাদান রয়েছে। এগুলো পাফি আইজের সমস্যা দূর করবে এবং চোখের চারপাশে রক্ত চলাচল সচল থাকবে।