Potatoes and Diabetes: ডায়াবেটিসেও খাওয়া যায় আলু, কিন্তু খাওয়ার আগে মানতে হবে এই নিয়ম
Diabetes Diet: রোজের ঝোল-তরকারি হোক বিরিয়ানি, আলু ছাড়া খাওয়াই অসম্পূর্ণ। ভাত মেখে খেতে গেলে চাই আলু। আবার রাতেও আলু চচ্চড়ি-রুটি। আলুকে ডায়েট থেকে বাদ দেওয়ার কোনও উপায় নেই। তাহলে ডায়াবেটিসের রোগীরা কী করবেন?