Mustard Oil for Hair: সর্ষের তেলের ঝাঁঝেই কোমর অবধি চুল পাবেন মাত্র ৭ দিনে
TV9 Bangla Digital | Edited By: megha
May 09, 2023 | 2:00 PM
Hair Care Tips: ছোটবেলা মা জোর করে চুলে তেল মাখিয়ে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে মা-দিদিমারা নারকেল তেল ব্যবহার করতেন চুলের জন্য। আবার কেউ কেউ ভরসা রাখতেন সর্ষের তেলের উপর। মোটা বিনুনি ফিরে পেতে আপনিও চুলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন।
1 / 8
ছোটবেলা মা জোর করে চুলে তেল মাখিয়ে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে মা-দিদিমারা নারকেল তেল ব্যবহার করতেন চুলের জন্য। আবার কেউ কেউ ভরসা রাখতেন সর্ষের তেলের উপর। মোটা বিনুনি ফিরে পেতে আপনিও চুলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন।
2 / 8
সর্ষের তেল চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। সর্ষের তেলের মধ্যে আলফা ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের আর্দ্রতার বজায় রাখে। পাশাপাশি চুল অনেক বেশি তাজা ও বাউন্সি দেখায়। তাছাড়া সর্ষের তেল ব্যবহার করলে চুল নরম হয় এবং ঘন দেখায়।
3 / 8
চুল উঠে সিঁথে চওড়া হয়ে যাচ্ছে? বিনুনি দিন-দিন সরু হচ্ছে? আজ থেকে মাথায় সর্ষের তেল মাখা শুরু করুন। ফলিকল পুষ্টি না পেলে চুলের সমস্যা বাড়ে। কিন্তু আপনি স্ক্যাল্পে প্রতিদিন সর্ষের তেল মালিশ করলে ফলিকল মজবুত হয় এবং চুল পড়ার সমস্যা কমে।
4 / 8
সর্ষের তেলে মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম এবং ভিটামিন এ, ডি, ই এবং কে রয়েছে। আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, বিটাক্যারোটিন ও সেলেনিয়াম। এই সব উপাদানগুলো মজবুত চুল গঠনে সাহায্য করে।
5 / 8
স্ক্যাল্পে সর্ষের তেল মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে চুল ও স্ক্যাল্পের সমস্যা ধীরে ধীরে কমে যায়। তেল মালিশের আগে সর্ষের তেল অল্প গরম করে নেবেন। সপ্তাহে দু'দিন আপনি সর্ষের তেল দিয়ে এই উপায়ে চুলের যত্ন নিতে পারেন।
6 / 8
আর যদি প্রতিদিন আপনি চুলে সর্ষের তেল মালিশ করেন, তাহলে কোমর অবধি চুল পাওয়ার স্বপ্ন আপনার পূরণ হয়ে যাবে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি রয়েছে, যা চুলকে দ্রুত বাড়তে সাহায্য করে।
7 / 8
গরমে ঘাম বসে স্ক্যাল্প চিটচিটে হয়ে যায়। তার সঙ্গে চুলকানি, খুশকির সমস্যাতেও ভোগেন অনেকে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে সর্ষের তেল। সর্ষের তেল আপনার স্ক্যাল্পকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের হাত থেকে দূরে রাখে। পাশাপাশি স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
8 / 8
সর্ষের তেলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। পাশাপাশি এই তেল অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। যাঁরা দীর্ঘদিন ধরে খুশকির সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করুন। সর্ষের তেল স্ক্যাল্পকে পরিষ্কার করতে সাহায্য করে।