AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holi colour remove tips: দোলের অবাধ্য রং তুলতে মেনে চলুন এই ৫ টিপস

Holi colour remove tips: আবির মাখলে কোনও সমস্যা নেই। কিন্তু, রং মাখলে সেটা মুখ-হাত, চুল থেকে তুলতে নাজেহাল হতে হয়। সেজন্য অনেকেই রং খেলতে ভয় পান। রং খেলার পর কেবল সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে সম্পূর্ণ পরিষ্কার হবে না। তাই মধু, ক্যালামাইন লোশন এবং রোজ ওয়াটার একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক করুন। সেটা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে নিন। ত্বক পরিষ্কার হয়ে যাবে।

| Updated on: Mar 06, 2024 | 10:05 PM
Share
দোল উৎসব আসতে চলেছে। আর দোলের দিন রং বা আবির মেখে ভূত না সাজলে যেন মজা অসম্পূর্ণ থেকে যায়। আবার যাঁরা রং মাখতে চান না, তাঁরা অফিস বা বাজার যেতে গিয়ে রং চোবেন

দোল উৎসব আসতে চলেছে। আর দোলের দিন রং বা আবির মেখে ভূত না সাজলে যেন মজা অসম্পূর্ণ থেকে যায়। আবার যাঁরা রং মাখতে চান না, তাঁরা অফিস বা বাজার যেতে গিয়ে রং চোবেন

1 / 8
আবির মাখলে কোনও সমস্যা নেই। কিন্তু, রং মাখলে সেটা মুখ-হাত, চুল থেকে তুলতে নাজেহাল হতে হয়। সেজন্য অনেকেই রং খেলতে ভয় পান

আবির মাখলে কোনও সমস্যা নেই। কিন্তু, রং মাখলে সেটা মুখ-হাত, চুল থেকে তুলতে নাজেহাল হতে হয়। সেজন্য অনেকেই রং খেলতে ভয় পান

2 / 8
দোল খেলার পর রং ঠিকমতো তুলতে না পারলে ত্বক থেকে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই রং মাখার কিছুক্ষণ পরই সেটা তুলে নিতে হবে। ত্বক, চুল থেকে অবাধ্য রং তুলতে জেনে নিন কয়েকটি টিপস

দোল খেলার পর রং ঠিকমতো তুলতে না পারলে ত্বক থেকে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই রং মাখার কিছুক্ষণ পরই সেটা তুলে নিতে হবে। ত্বক, চুল থেকে অবাধ্য রং তুলতে জেনে নিন কয়েকটি টিপস

3 / 8
দোল খেলার আগেই নারকেল তেল বা অলিভ অয়েল মুখে, হাতে মেখে নিন। তেল মাখতে না চাইলে সানস্ক্রিম বা ময়শ্চারাইজার মেখে নিন। তাহলে রং মাখলেও সেটা ত্বকের গভীরে যাবে না এবং সহজে তোলা যাবে

দোল খেলার আগেই নারকেল তেল বা অলিভ অয়েল মুখে, হাতে মেখে নিন। তেল মাখতে না চাইলে সানস্ক্রিম বা ময়শ্চারাইজার মেখে নিন। তাহলে রং মাখলেও সেটা ত্বকের গভীরে যাবে না এবং সহজে তোলা যাবে

4 / 8
রং খেলার পর কেবল সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে সম্পূর্ণ পরিষ্কার হবে না। তাই  মধু, ক্যালামাইন লোশন এবং রোজ ওয়াটার একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক করুন। সেটা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে নিন। ত্বক পরিষ্কার হয়ে যাবে

রং খেলার পর কেবল সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে সম্পূর্ণ পরিষ্কার হবে না। তাই মধু, ক্যালামাইন লোশন এবং রোজ ওয়াটার একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক করুন। সেটা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে নিন। ত্বক পরিষ্কার হয়ে যাবে

5 / 8
রং তোলার জন্য কখনও মুখে স্ক্রাব ঘষবেন না। বরং ঈষদুষ্ণ জলে নুন, গ্লিসারিন এবং কয়েক ফোঁটা অ্যারোমা অয়েল মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগান। এটা ক্ষতিকর কেমিক্যাল থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে

রং তোলার জন্য কখনও মুখে স্ক্রাব ঘষবেন না। বরং ঈষদুষ্ণ জলে নুন, গ্লিসারিন এবং কয়েক ফোঁটা অ্যারোমা অয়েল মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগান। এটা ক্ষতিকর কেমিক্যাল থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে

6 / 8
যে কোনও রং তুলতে কার্যকরী লেবুর রস। তাই দোল খেলার পর মুখে লেবুর রস লাগান। অথবা দই, বেসন, হলুদ গুঁড়ো, অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক করুন। সেটা মুখ থেকে গোটা শরীরে লাগান। কিছুক্ষণ পর ভাল করে ধুয়ে নিলেই রং ধুয়ে যাবে

যে কোনও রং তুলতে কার্যকরী লেবুর রস। তাই দোল খেলার পর মুখে লেবুর রস লাগান। অথবা দই, বেসন, হলুদ গুঁড়ো, অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক করুন। সেটা মুখ থেকে গোটা শরীরে লাগান। কিছুক্ষণ পর ভাল করে ধুয়ে নিলেই রং ধুয়ে যাবে

7 / 8
রং চুলেরও ক্ষতি করে। তাই শ্যাম্পু করার আগে প্রথমে জল দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। তারপর অলিভ অয়েল, মধু ও লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। অথবা ডিমের কুসুমও মাথায় লাগাতে পারেন। তারপর শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিতে ভুলবেন না

রং চুলেরও ক্ষতি করে। তাই শ্যাম্পু করার আগে প্রথমে জল দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। তারপর অলিভ অয়েল, মধু ও লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। অথবা ডিমের কুসুমও মাথায় লাগাতে পারেন। তারপর শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিতে ভুলবেন না

8 / 8