Winter Skin Care Tips: রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে মাখলেই কেল্লাফতে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 06, 2023 | 9:10 AM

1 / 8
 শীত পড়তেই একাধিক ত্বকের সমস্যা শুরু হয়েছে। শীতে আবহাওয়া শুষ্ক থাকে সেই সঙ্গে দূষণের পরিমাণও বাড়ে। আর এতে ত্বকের ক্ষতি বেশি হয়

শীত পড়তেই একাধিক ত্বকের সমস্যা শুরু হয়েছে। শীতে আবহাওয়া শুষ্ক থাকে সেই সঙ্গে দূষণের পরিমাণও বাড়ে। আর এতে ত্বকের ক্ষতি বেশি হয়

2 / 8
গরমের দিনে ক্রিম, লোশনের তেমন প্রয়োজন পড়ে নায কিন্তু শীতে এসব ক্রিম, লোশন পরিমাণে বেশি লাগানো হয়। সেই ক্রিম যদি ঠিকঠাক করে তোলা না হয় তাহলে মুখের উপর নোংরা বসেই

গরমের দিনে ক্রিম, লোশনের তেমন প্রয়োজন পড়ে নায কিন্তু শীতে এসব ক্রিম, লোশন পরিমাণে বেশি লাগানো হয়। সেই ক্রিম যদি ঠিকঠাক করে তোলা না হয় তাহলে মুখের উপর নোংরা বসেই

3 / 8
শীতে এমনিতেই দূষণের পরিমাণ বাড়ে। এই ক্রিমের উপর ধুলোর লেয়ার জমলে আর তা যদি রাতে পরিষ্কার করে না ঘুমনো হয় তাহলে ত্বক ড্যামেজ হয়

শীতে এমনিতেই দূষণের পরিমাণ বাড়ে। এই ক্রিমের উপর ধুলোর লেয়ার জমলে আর তা যদি রাতে পরিষ্কার করে না ঘুমনো হয় তাহলে ত্বক ড্যামেজ হয়

4 / 8
আর তাই বাইরে থেকে বাড়িতে ফিরলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই হবে। তার সঙ্গে মেনে চবতে হবে এই কয়েকটি টোটকাও। বাড়িতে বানানো এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত তিনদিন মুখে লাগাতে পারলে জেল্লা বাড়বেই

আর তাই বাইরে থেকে বাড়িতে ফিরলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই হবে। তার সঙ্গে মেনে চবতে হবে এই কয়েকটি টোটকাও। বাড়িতে বানানো এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত তিনদিন মুখে লাগাতে পারলে জেল্লা বাড়বেই

5 / 8
শীতের দিনে ত্বকের জন্য খুবই উপকারী চালের গুঁড়ো। এতে ত্বক মসৃণ নরম হবে, সব ময়লা দূর হয়ে যাবে। ২ চামচ চালগুঁড়ো, এক চামচ লেবুর রস, এক চামচ গোলাপ জল, একটু মধু খুব ভাল করে মিশিয়ে নিতে হবে

শীতের দিনে ত্বকের জন্য খুবই উপকারী চালের গুঁড়ো। এতে ত্বক মসৃণ নরম হবে, সব ময়লা দূর হয়ে যাবে। ২ চামচ চালগুঁড়ো, এক চামচ লেবুর রস, এক চামচ গোলাপ জল, একটু মধু খুব ভাল করে মিশিয়ে নিতে হবে

6 / 8
এবার অল্প অল্প জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। একটা আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। চালগুঁড়োর সঙ্গে আলু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মুখ এবার খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে, এতে ধুলো-ময়লা উঠে আসবে

এবার অল্প অল্প জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। একটা আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। চালগুঁড়োর সঙ্গে আলু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মুখ এবার খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে, এতে ধুলো-ময়লা উঠে আসবে

7 / 8
এবার রোজকার ব্যবহারের কোনও কোল্ড ক্রিম আর একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। ১-২ মিনিট তা মুখে ম্যাসাজ করে নিতে হবে। যাঁরা রোজ অফিস যান তাঁদের জন্য এই প্যাক খুবই উপকারী

এবার রোজকার ব্যবহারের কোনও কোল্ড ক্রিম আর একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। ১-২ মিনিট তা মুখে ম্যাসাজ করে নিতে হবে। যাঁরা রোজ অফিস যান তাঁদের জন্য এই প্যাক খুবই উপকারী

8 / 8
সারাদিনের মুখের ক্লান্তি দূর করে দিতে এই ফেসপ্যাকের কোনও জুড়ি নেই। অফিস থেকে ফিরে মুখ ধুয়ে এই প্যাক পুরো মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এতেই দারুণ কাজ হয়ে যাবে

সারাদিনের মুখের ক্লান্তি দূর করে দিতে এই ফেসপ্যাকের কোনও জুড়ি নেই। অফিস থেকে ফিরে মুখ ধুয়ে এই প্যাক পুরো মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এতেই দারুণ কাজ হয়ে যাবে

Next Photo Gallery