Fruit Jelly Cake Recipe: বাড়িতেই বানিয়ে ফেলুন সামার স্পেশাল ফ্রুট জেলি কেক
Fruit Jelly Cake Recipe: যদি ফ্রুট জেলি কেক হয়, তাহলে জমে যাবে জন্মদিন থেকে যে কোনও পার্টি। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এটা। ফ্রুট জেলি কেকের জন্য লাগবে ফলের কুচি, আগার আগার পাউডার, চিনি, জেলি, কেকের রং এবং জল। আম, স্ট্রবেরি, আঙুর, শসা, কমলালেবু, ড্রাগন ফলের কুচি দিতে পারেন।