Tan Removal: পুজোর আগে চাই ট্যান মুক্ত ত্বক, সম্ভব হবে এই ৫ ফেসপ্যাকেই
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 12, 2023 | 3:20 PM
Home Remedies: পুজো একদম দোরগোড়ায়। তবে, এখনও এক সপ্তাহ আপনাকে কাজে বেরোতে হবে। আর এই শরতের আকাশেও রোদ যা তেজ, তাতে ত্বককে ট্যানের হাত থেকে বাঁচানো কঠিন। কিন্তু পুজোর সময় চাই ট্যান মুক্ত ত্বক। এক্ষেত্রে পার্লারে না গিয়ে বাড়িতেই সমাধান খুঁজে নিন।
1 / 8
পুজো একদম দোরগোড়ায়। তবে, এখনও এক সপ্তাহ আপনাকে কাজে বেরোতে হবে। আর এই শরতের আকাশেও রোদ যা তেজ, তাতে ত্বককে ট্যানের হাত থেকে বাঁচানো কঠিন। কিন্তু পুজোর সময় চাই ট্যান মুক্ত ত্বক।
2 / 8
রোদের পোড়া ভাব এড়াতে গেলে ফুলহাতা পোশাক পরে রাস্তায় বেরোতে হবে। তার সঙ্গে ছাতা, রোদচশমা সবই দরকার। পাশাপাশি সানস্ক্রিন মাখা ভুললেও চলবে না।
3 / 8
হাজার একটা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার পরেও ট্যানকে আটকানো কঠিন। তাই পুজো শুরুর আগে ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনা দরকার। আর এক্ষেত্রে পার্লারে না গিয়ে বাড়িতেই সমাধান খুঁজে নিন।
4 / 8
টক দইয়ের সঙ্গে বেসন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। তারপর এই ফেসপ্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ট্যান দূর করার পাশাপাশি মুখের তেলতেলে ভাবকেও নিয়ন্ত্রণ করে।
5 / 8
ত্বকের ট্যান দূর করতে সাহায্য করবে আলুর রস। আলুর পেস্ট বানিয়ে নিন রস ছেঁকে নিন। এই আলুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর ১০-১৫ মিনিট লাগান। তারপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নিন।
6 / 8
টমেটো ত্বকের জেদি দাগ তুলতে দারুণ উপকারী। ট্যানও দূর করে দেয় টমেটো। টমেটোর পেস্ট বানিয়ে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
7 / 8
পাকা পেঁপেও আপনার ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে কার্যকর। পাকা পেঁপে ম্যাশ করে নিন। এতে টক দই মিশিয়ে মুখে মাখুন। পাকা পেঁপের ব্লিচিং এজেন্ট আপনাকে রোদের পোড়া দাগ দূর করতে সাহায্য করবে।
8 / 8
দুধ দিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারেন। ২ চামচ দুধের সঙ্গে ১ চামচ মধু ও ২ চামচ লেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। ৩০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ফেসপ্যাক আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনবে।