Damaged Hair Care: চুলকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে রোজ যে ৬ নিয়ম মানতেই হবে

Hair Care Tips: সঠিক উপায়ে চুলের যত্ন না নিলে ক্ষয় হতে থাকে। চুল পড়তে থাকে। খুশকি হয়। স্ক্যাল্পে চুলকানি বাড়ে। দু'মুখো চুলের সমস্যা বাড়ে। আপনি যদি ইতিমধ্যেই চুলের সমস্যায় ভোগেন, তাহলে হেয়ার কেয়ার রুটিনে বদল আনতে পারেন। চুলের ক্ষয় এড়াতে কী-কী পরিবর্তন আনবেন, রইল টিপস।

| Edited By: | Updated on: Jun 30, 2023 | 7:45 AM
Damaged Hair Care: চুলকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে রোজ যে ৬ নিয়ম মানতেই হবে

1 / 8
আপনি যদি ইতিমধ্যেই চুলের সমস্যায় ভোগেন, তাহলে হেয়ার কেয়ার রুটিনে বদল আনতে পারেন। চুলের ক্ষয় এড়াতে কী-কী পরিবর্তন আনবেন, রইল টিপস।

আপনি যদি ইতিমধ্যেই চুলের সমস্যায় ভোগেন, তাহলে হেয়ার কেয়ার রুটিনে বদল আনতে পারেন। চুলের ক্ষয় এড়াতে কী-কী পরিবর্তন আনবেন, রইল টিপস।

2 / 8
সবসময় প্রথমে চুলের জট ছাড়াবেন। জট না ছাড়িয়ে চুল আঁচড়ালে চুল ছিঁড়ে যায়। চুলের জট ছাড়াতে লিভ-ইন কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার, হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। 

সবসময় প্রথমে চুলের জট ছাড়াবেন। জট না ছাড়িয়ে চুল আঁচড়ালে চুল ছিঁড়ে যায়। চুলের জট ছাড়াতে লিভ-ইন কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার, হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। 

3 / 8
শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার আপনার চুলের ক্ষয়কে মেরামত করতে সাহায্য করে। পাশাপাশি উড়ো চুলের (Frizzy Hair) সমস্যা দূর করে। 

শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার আপনার চুলের ক্ষয়কে মেরামত করতে সাহায্য করে। পাশাপাশি উড়ো চুলের (Frizzy Hair) সমস্যা দূর করে। 

4 / 8
চুলের সমস্যা দূর করতে আপনাকে তেলের সাহায্য নিতেই হবে। চুল আপনার চুলের গোড়ায় পুষ্টি জোগাতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন স্ক্যাল্প ও চুলে তেল মালিশ করুন। 

চুলের সমস্যা দূর করতে আপনাকে তেলের সাহায্য নিতেই হবে। চুল আপনার চুলের গোড়ায় পুষ্টি জোগাতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন স্ক্যাল্প ও চুলে তেল মালিশ করুন। 

5 / 8
ভিজে চুল আঁচড়াবেন না। ভিজে চুল আঁচড়ালে সহজেই চুল ভেঙে যায় এবং চুল ছিঁড়ে যায়। চুলের ক্ষয় এড়াতে এই টিপস আপনাকে মানতেই হবে। ভিজে চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। 

ভিজে চুল আঁচড়াবেন না। ভিজে চুল আঁচড়ালে সহজেই চুল ভেঙে যায় এবং চুল ছিঁড়ে যায়। চুলের ক্ষয় এড়াতে এই টিপস আপনাকে মানতেই হবে। ভিজে চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। 

6 / 8
প্রতি মাসে স্যালোঁতে গিয়ে হেয়ার স্পা করানোর প্রয়োজন নেই। সপ্তাহে একদিন বাড়িতেই হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক আপনার চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি চুলকে করে তোলে নরম ও মসৃণ।

প্রতি মাসে স্যালোঁতে গিয়ে হেয়ার স্পা করানোর প্রয়োজন নেই। সপ্তাহে একদিন বাড়িতেই হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক আপনার চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি চুলকে করে তোলে নরম ও মসৃণ।

7 / 8
চুলের ক্ষয় যদি এড়াতে চান, তাহলে নিয়মিত চুল কাটতে থাকুন। সঠিক হেয়ার স্টাইল বেছে নেওয়ার বদলে প্রতি ৩ মাস অন্তর চুল ছাঁটতে থাকুন। এতে চুলের ক্ষয় সহজেই এড়ানো যায়। 

চুলের ক্ষয় যদি এড়াতে চান, তাহলে নিয়মিত চুল কাটতে থাকুন। সঠিক হেয়ার স্টাইল বেছে নেওয়ার বদলে প্রতি ৩ মাস অন্তর চুল ছাঁটতে থাকুন। এতে চুলের ক্ষয় সহজেই এড়ানো যায়। 

8 / 8
Follow Us: