Onion Store: গরমে পেঁয়াজে পচন ধরছে? এই উপায়ে সংরক্ষণ করলে চটজলদি রান্নাও হবে
Kitchen Tips: গরমে পড়তে বাঙালির মধ্যে বেড়েছে কাঁচা পেঁয়াজ খাওয়ার চল। হেঁশেলে যে একসঙ্গে বেশি পেঁয়াজ মজুত করে রাখা যাচ্ছে না। উৎকট গরমে শুকিয়ে যাচ্ছে সবজি, পচন ধরছে পেঁয়াজেও। এই গরমে কীভাবে পেঁয়াজ সংরক্ষণ করবেন, রইল টিপস।