বর্ষার ভ্যাপসা গরমে চুল বেশি পড়ে। কমবেশি সকলের ক্ষেত্রেই এই সমস্যা হয়। মাথা ফাঁকা হয়ে গেলে দেখতেও বাজে লাগে। আর চুল চিটচিট করলেই তখন বেশি পড়ে যায়।
একটা বাটিতে এককাপ জল নিয়ে এক মুঠো কারিপাতা ভাজিয়ে নিতে হবে। সঙ্গে একচামচ মেথি দিয়ে ফুটতে দিন। ফুটতে থাকলে এক চামচ চা পাতা দিন। এবার বেশ কিছুক্ষণ তা ফোটাতে হবে।
সব ভাল করে ফুটলে এই জল ছেঁকে নিন। এবার এই জলটা দুটো বাটিতে ভাগ করে রাখুন। একটা বাটির জলে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে পুরো মাথায় ভাল করে মেখে নিন। এতে চুল অনেক বেশি সফট থাকবে। মাথায় লাগিয়ে ৩০ মিনিট রাখুন।
অন্য একটি বাটিতে শ্যাম্পু মিশিয়ে নিন যে শ্যাম্পু রোজ ব্যবহার করেন। বড় চামচের অন্তত দু চামচ শ্যাম্পু তো লাগবেই। শ্যাম্পু সরাসরি চুলে না লাগানোই ভাল। একে চুলের ক্ষতি হয়।
দুবার শ্যাম্পু করবেন। প্রথমে একবার ভাল করে লাগিয়ে চুলে ম্যাসাজ করে চুল ধুয়ে নিয়ে আবার শ্যাম্পু করুন। এরপর তা ৫ মিনিট রেখে খুব ভাল করে ধুয়ে নিয়ে কন্ডিশনার লাগান। এতে চুল অনেক কম ছেঁড়ে।
চুল শুকনো হলে আর্থাৎ ভেজা ভাব থাকতে থাকতেই সিরাম লাগিয়ে নিন। এভাবে শ্যাম্পু করলে দেখবেন চুলে জট পড়বে না। চিটচিট করবে না। আর আঁচড়াতে গেলে ছিঁড়েও যাবে না।
অন্তত দুদিন ছাড়া এভাবে চুলে শ্যাম্পু করে নিলে চুল ভাল থাকে। চুলের উজ্জ্বল ভাবও বজায় থাকে। সহজে ছিঁড়ে যায় না। বর্ষায় চুলের গোড়া যাতে ভেজা না থাকে সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন।