Oily Skin: বেসনের সঙ্গে এই একটি মাত্র উপকরণ মিশিয়ে লাগালেই ত্বকের চিটচিটে ভাব দূর হবে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 23, 2023 | 6:43 PM

Besan For Oily Skin: ত্বকের জন্য খুবই উপকারী হল বেসন। নিয়মিত ভাবে বেসন মাখলে ত্বকের অনেক রকম উপকার হয়।

1 / 8
কলেজ, অফিস কিংবা বাইরে থেকে বাড়িতে ফিরলে ত্বকের অবস্থা একদম খারাপ থাকে। এমনকী রান্নাঘরে বেশি সময় কাটালেও একই সমস্যা হয়।

কলেজ, অফিস কিংবা বাইরে থেকে বাড়িতে ফিরলে ত্বকের অবস্থা একদম খারাপ থাকে। এমনকী রান্নাঘরে বেশি সময় কাটালেও একই সমস্যা হয়।

2 / 8
ত্বক অনেক বেশি ক্লান্ত দেখায়। এই ভ্যাপসা গরমে সমস্যয়া আরও বেশি হচ্ছে। একদিন গরম, একদিন বৃষ্টি এতে ত্বকেও নানা রকম সংক্রমণের সম্ভাবনাও থেকে যাচ্ছে।

ত্বক অনেক বেশি ক্লান্ত দেখায়। এই ভ্যাপসা গরমে সমস্যয়া আরও বেশি হচ্ছে। একদিন গরম, একদিন বৃষ্টি এতে ত্বকেও নানা রকম সংক্রমণের সম্ভাবনাও থেকে যাচ্ছে।

3 / 8
রোজ বাইরে বেরনোর ফলে ত্বকে ঘাম, তেল এসব জমতেই থাকে। এর জন্য মুখ বেশি কালো হয়ে যায়। অফিস থেকে বাড়ি ফিরে রোজ ত্বকের পরিচর্যা করার সময়ও থাকে না। তাই সপ্তাহে দু দিন এই ফেসপ্যাক বানিয়ে লাগালেই কাজ হবে।

রোজ বাইরে বেরনোর ফলে ত্বকে ঘাম, তেল এসব জমতেই থাকে। এর জন্য মুখ বেশি কালো হয়ে যায়। অফিস থেকে বাড়ি ফিরে রোজ ত্বকের পরিচর্যা করার সময়ও থাকে না। তাই সপ্তাহে দু দিন এই ফেসপ্যাক বানিয়ে লাগালেই কাজ হবে।

4 / 8
এক চামচ মুলতানি মাটি, এক চামচ বেসন খুব ভাল করে মিশিয়ে নিন। মুখ থেকে অতিরিক্ত তেল শোষণ করতে এর জুড়ি মেলা ভার। একই দিকে বেসন খুব ভাল ক্লেনজার।

এক চামচ মুলতানি মাটি, এক চামচ বেসন খুব ভাল করে মিশিয়ে নিন। মুখ থেকে অতিরিক্ত তেল শোষণ করতে এর জুড়ি মেলা ভার। একই দিকে বেসন খুব ভাল ক্লেনজার।

5 / 8
এবার এর মধ্যে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে। বেশ আঠালো ভাবে গুলতে হবে। এর মধ্যে পাঁচ ফোঁটা লেবুর রস মেশান। অতিরিক্ত ঘাম, তেলতেলে ভাব এতে দূর হবে।

এবার এর মধ্যে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে। বেশ আঠালো ভাবে গুলতে হবে। এর মধ্যে পাঁচ ফোঁটা লেবুর রস মেশান। অতিরিক্ত ঘাম, তেলতেলে ভাব এতে দূর হবে।

6 / 8
এই ফেসপ্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে একটা বাটিতে জল আর তোয়ালে দিয়ে ভিজিয়ে মুখ মুছে নিন। এতে চিটচিটে ভাব একদম উঠে যাবে।

এই ফেসপ্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে একটা বাটিতে জল আর তোয়ালে দিয়ে ভিজিয়ে মুখ মুছে নিন। এতে চিটচিটে ভাব একদম উঠে যাবে।

7 / 8
এবার জল দিয়ে মুখ ভাল করে একবার ধুয়ে নিতে হবে। ওপেন পোরসের সমস্যা, মুখে গর্ত এসবও দূর হয়ে যাবে।

এবার জল দিয়ে মুখ ভাল করে একবার ধুয়ে নিতে হবে। ওপেন পোরসের সমস্যা, মুখে গর্ত এসবও দূর হয়ে যাবে।

8 / 8
এবার দু টুকরো বরফ নিয়ে ওর মধ্যো গোলাপ জল দিয়ে তুলো ভিজিয়ে নিতে হবে। তুলো ঠান্ডা হয়ে গেলে মুখের মধ্যে তা থুপে থুপে লাগিয়ে নিন। এতে স্কিন খুব ভাল গ্লো করবে।

এবার দু টুকরো বরফ নিয়ে ওর মধ্যো গোলাপ জল দিয়ে তুলো ভিজিয়ে নিতে হবে। তুলো ঠান্ডা হয়ে গেলে মুখের মধ্যে তা থুপে থুপে লাগিয়ে নিন। এতে স্কিন খুব ভাল গ্লো করবে।

Next Photo Gallery