Acne-Prone Skin: ব্রণর জন্য দু’গালে ব্যথা? বর্ষায় যেভাবে খেয়াল রাখবেন ত্বকের

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 22, 2023 | 3:29 PM

Monsoon Skin Care: তৈলাক্ত ত্বকেই সবচেয়ে বেশি ব্রণর সমস্যা দেখা দেয়। বর্ষাতে ত্বকের উপরিতলে জমতে থাকে তেল, ধুলো, ময়লা। এখান থেকেই ব্রণর সমস্যা বাড়ে। তাই এই বর্ষাতে কীভাবে ব্রণ প্রবণ ও তৈলাক্ত ত্বকের খেয়াল রাখবেন, রইল টিপস।

1 / 8
ঋতু যেমনই হোক ব্রণ প্রবণ ত্বকের অবস্থা খুব বেশি হেরফের হয় না। বরং, বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার জন্য ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে যায় এবং ব্রেকআউট দেখা দেয়।

ঋতু যেমনই হোক ব্রণ প্রবণ ত্বকের অবস্থা খুব বেশি হেরফের হয় না। বরং, বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার জন্য ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে যায় এবং ব্রেকআউট দেখা দেয়।

2 / 8
তৈলাক্ত ত্বকেই সবচেয়ে বেশি ব্রণর সমস্যা দেখা দেয়। আর বর্ষাতেও ঘাম হয়। সব মিলিয়ে ব্রণর সমস্যা বৃষ্টির দিনেও পিছু ছাড়ে না। বরং, ব্রণর পাশাপাশি র‍্যাশের সমস্যাও দেখা দেয়।

তৈলাক্ত ত্বকেই সবচেয়ে বেশি ব্রণর সমস্যা দেখা দেয়। আর বর্ষাতেও ঘাম হয়। সব মিলিয়ে ব্রণর সমস্যা বৃষ্টির দিনেও পিছু ছাড়ে না। বরং, ব্রণর পাশাপাশি র‍্যাশের সমস্যাও দেখা দেয়।

3 / 8
বর্ষাতে ত্বকের উপরিতলে জমতে থাকে তেল, ধুলো, ময়লা। এখান থেকেই ব্রণর সমস্যা বাড়ে। তাই এই বর্ষাতে কীভাবে ব্রণ প্রবণ ও তৈলাক্ত ত্বকের খেয়াল রাখবেন, রইল টিপস।

বর্ষাতে ত্বকের উপরিতলে জমতে থাকে তেল, ধুলো, ময়লা। এখান থেকেই ব্রণর সমস্যা বাড়ে। তাই এই বর্ষাতে কীভাবে ব্রণ প্রবণ ও তৈলাক্ত ত্বকের খেয়াল রাখবেন, রইল টিপস।

4 / 8
বর্ষাতেও ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি। মুখ পরিষ্কার করতে হালকা ফেসওয়াশ বা ক্লিনজার বেছে নিন। এতে মুখে থাকা অবশিষ্ট মেকআপের পাশাপাশি ময়লা, তেল সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এতে ব্রণর পাশাপাশি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা কমে যাবে।

বর্ষাতেও ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি। মুখ পরিষ্কার করতে হালকা ফেসওয়াশ বা ক্লিনজার বেছে নিন। এতে মুখে থাকা অবশিষ্ট মেকআপের পাশাপাশি ময়লা, তেল সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এতে ব্রণর পাশাপাশি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা কমে যাবে।

5 / 8
ব্রণ প্রবণ ত্বকেরও এক্সফোলিয়েশন জরুরি। কিন্তু সপ্তাহে একবার এবং হালকা স্ক্রাব ব্যবহার করা উচিত। এতে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, অতিরিক্ত তেল, মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে। ওপেন পোরসগুলোও পরিষ্কার হয়ে যাবে।

ব্রণ প্রবণ ত্বকেরও এক্সফোলিয়েশন জরুরি। কিন্তু সপ্তাহে একবার এবং হালকা স্ক্রাব ব্যবহার করা উচিত। এতে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, অতিরিক্ত তেল, মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে। ওপেন পোরসগুলোও পরিষ্কার হয়ে যাবে।

6 / 8
বৃষ্টির দিনেও সানস্ক্রিন মাখতে ভুলবেন না। সানস্ক্রিন না মাখলে বৃষ্টির দিনেও আপনার ত্বকে সানবার্ন, ট্যান ও প্রিম্যাচিওর এজিং-এর সমস্যা দেখা দিতে পারে। আর সানস্ক্রিন ব্যবহার করলে এটি আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।

বৃষ্টির দিনেও সানস্ক্রিন মাখতে ভুলবেন না। সানস্ক্রিন না মাখলে বৃষ্টির দিনেও আপনার ত্বকে সানবার্ন, ট্যান ও প্রিম্যাচিওর এজিং-এর সমস্যা দেখা দিতে পারে। আর সানস্ক্রিন ব্যবহার করলে এটি আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।

7 / 8
তৈলাক্ত ত্বক তাই ময়েশ্চারাইজার ব্যবহার করেন না? এমন ভুল করবেন না। ব্রণর সমস্যা কমাতে গেলে ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি। আর তার জন্য আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। প্রয়োজনে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত ত্বক তাই ময়েশ্চারাইজার ব্যবহার করেন না? এমন ভুল করবেন না। ব্রণর সমস্যা কমাতে গেলে ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি। আর তার জন্য আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। প্রয়োজনে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

8 / 8
যেহেতু আপনার ত্বকে ব্রণর সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়, তাই মেকআপ থেকে দূরে থাকুন। মেকআপ আপনার ত্বকের ক্ষয় বাড়িয়ে দিতে পারে। যদি মেকআপ করতেই হয়, তাহলে কম পরিমাণে মেকআপ ব্যবহার করুন। 

যেহেতু আপনার ত্বকে ব্রণর সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়, তাই মেকআপ থেকে দূরে থাকুন। মেকআপ আপনার ত্বকের ক্ষয় বাড়িয়ে দিতে পারে। যদি মেকআপ করতেই হয়, তাহলে কম পরিমাণে মেকআপ ব্যবহার করুন। 

Next Photo Gallery