Cleaning Tips: ঘরে সারাক্ষণ মাছি ভনভন করছে? ছোট্ট টোটকায় তাড়ান এই বিরক্তিকর ঝামেলাকে

megha |

May 28, 2024 | 12:17 PM

House Flies: মশার কামড় সহ্য করে নেওয়া যায়। কিন্তু ঘরে যদি সারাক্ষণ মাছি ভনভন করে, মেজাজটাই বিগড়ে যায়। মাছি শুধু বিরক্তির কারণ নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক। মাছি তাড়ানো বেশ ঝক্কির কাজ। আর মাছি না তাড়ালে খুবই বিরক্তিকর লাগে। ঘর থেকে কীভাবে মাছি তাড়াবেন, তারও টোটকা রয়েছে।

1 / 8
মশার কামড় সহ্য করে নেওয়া যায়। কিন্তু ঘরে যদি সারাক্ষণ মাছি ভনভন করে, মেজাজটাই বিগড়ে যায়। মাছি শুধু বিরক্তির কারণ নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক।

মশার কামড় সহ্য করে নেওয়া যায়। কিন্তু ঘরে যদি সারাক্ষণ মাছি ভনভন করে, মেজাজটাই বিগড়ে যায়। মাছি শুধু বিরক্তির কারণ নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক।

2 / 8
স্যাঁতস্যাঁত আবহাওয়া, বাইরের জমা জল, কাদা, ময়লা-আবর্জনার জন্যই মাছি ভনভন করতে থাকে। ঘরের যেখানে সেখানে উড়ে বসে। খাবার-দাবারেও বসে এবং রোগ জীবাণু ছড়ায়।

স্যাঁতস্যাঁত আবহাওয়া, বাইরের জমা জল, কাদা, ময়লা-আবর্জনার জন্যই মাছি ভনভন করতে থাকে। ঘরের যেখানে সেখানে উড়ে বসে। খাবার-দাবারেও বসে এবং রোগ জীবাণু ছড়ায়।

3 / 8
মাছি তাড়ানো বেশ ঝক্কির কাজ। আর মাছি না তাড়ালে খুবই বিরক্তিকর লাগে। ঘর থেকে কীভাবে মাছি তাড়াবেন, তারও টোটকা রয়েছে। একবার ট্রাই করে দেখুন।

মাছি তাড়ানো বেশ ঝক্কির কাজ। আর মাছি না তাড়ালে খুবই বিরক্তিকর লাগে। ঘর থেকে কীভাবে মাছি তাড়াবেন, তারও টোটকা রয়েছে। একবার ট্রাই করে দেখুন।

4 / 8
মাছি মারা যায় না। আপনি হাত তোলার আগেই সে পালিয়ে যাবে। তাই আপনাকেই ফন্দি আঁটতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ও সেলোফেন পেপার নিন।

মাছি মারা যায় না। আপনি হাত তোলার আগেই সে পালিয়ে যাবে। তাই আপনাকেই ফন্দি আঁটতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ও সেলোফেন পেপার নিন।

5 / 8
অর্ধেক গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার নিন। এরপর গ্লাসের মুখটা সেলোফেন পেপার দিয়ে ভাল করে মুড়ে নিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটা ফুটো করুন। 

অর্ধেক গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার নিন। এরপর গ্লাসের মুখটা সেলোফেন পেপার দিয়ে ভাল করে মুড়ে নিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটা ফুটো করুন। 

6 / 8
সেলোফেন পেপারের মাঝ দিয়ে মাছি গলে যেতে পারে এমন ফুটো করবেন। এই ফুটো দিয়ে মাছি গলতে পারবে কিন্তু বেরোতে পারবে  না।

সেলোফেন পেপারের মাঝ দিয়ে মাছি গলে যেতে পারে এমন ফুটো করবেন। এই ফুটো দিয়ে মাছি গলতে পারবে কিন্তু বেরোতে পারবে  না।

7 / 8
ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ওই গ্লাসের ভিতর ঢুকে যাবে। ব্যস, আপনার কাজ শেষ। এতেই মাছিকে জব্দ করতে পারবেন। যে যে ঘরে মাছির উৎপাত সেখানে এই টোটকা কাজে লাগাতে পারেন।

ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ওই গ্লাসের ভিতর ঢুকে যাবে। ব্যস, আপনার কাজ শেষ। এতেই মাছিকে জব্দ করতে পারবেন। যে যে ঘরে মাছির উৎপাত সেখানে এই টোটকা কাজে লাগাতে পারেন।

8 / 8
এছাড়া মাছির উপদ্রব এড়াতে বাড়ির আশেপাশে ময়লা-আবর্জনা ফেলবেন না। রান্নাঘর, ফ্রিজ পরিষ্কার রাখুন। খাবার সবসময় ঢাকা দিয়ে রাখুন। আর ফল-সবজি ধুয়ে ব্যবহার করুন। 

এছাড়া মাছির উপদ্রব এড়াতে বাড়ির আশেপাশে ময়লা-আবর্জনা ফেলবেন না। রান্নাঘর, ফ্রিজ পরিষ্কার রাখুন। খাবার সবসময় ঢাকা দিয়ে রাখুন। আর ফল-সবজি ধুয়ে ব্যবহার করুন। 

Next Photo Gallery