Potato Night Cream: ঘরে তৈরি আলুর ক্রিম রোজ রাতে মুখে লাগিয়ে নিলে উজ্জ্বল ফর্সা ত্বক পাবেন নিমেষের মধ্যে
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 08, 2023 | 9:00 AM
Potato Cream For Glass Skin : কোরিয়ান অনেক ক্রিমেরও মুখ্য উপাদান হল এই আলুর রস। মুখের পোড়া ভাব তুলতেও আলু ভীষণ উপকারী। এই আলু দিয়েই বানান আলুর নাইট ক্রিম। টানা ১০ দিন লাগালেই উপকার পাবেন
1 / 8
কোরিয়ান বিউটি সিক্রেটে আলুর রসের প্রচুর গুরুত্ব রয়েছে। তবে শুধু কোরিয়ানরাই নয়। আমাদের দেশেও যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহার করা হচ্ছে আলুর রস
2 / 8
যে কোনও দাগ, ছোপ তুলে দিয়ে ত্বককে প্রাকৃতিক উপায়ে ব্লিচ করতে এই আলুর রসের কিন্তু কোনও তুলনা নেই। যুগ যুগ ধরে তা ব্যবহার করা হচ্ছে
3 / 8
কোরিয়ান অনেক ক্রিমেরও মুখ্য উপাদান হল এই আলুর রস। মুখের পোড়া ভাব তুলতেও আলু ভীষণ উপকারী। এই আলু দিয়েই বানান আলুর নাইট ক্রিম। টানা ১০ দিন লাগালেই উপকার পাবেন
4 / 8
আলু প্রথমে খুব ভাল করে ধুয়ে নিয়ে খোসা সহ গ্রেট করে নিতে হবে। এবার এখান থেকে আলুর রস ছেঁকে বের করে নিতে হবে। এর মধ্যে সামান্য গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে
5 / 8
এবার গ্যাসে বসিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করলেই একটা ক্রিম তৈরি হবে। এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। ত্বককে ভাল রাখতে এই মিশ্রণের জুড়ি মেলা ভার। এর মধ্যে ৮-১০ ফোঁটা গ্লিসারিন আর একটু হলুদ দিন
6 / 8
এই কারণে যে কোনও রকম ইনফেকশন থেকে ত্বক রক্ষা পাবে। এবার এতে একটু গোলাপ জল মিশিয়ে নিতে হবে। আর দিন ভিটামিন ই ক্যাপসুল। এবার তা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে হবে ৭ দিন
7 / 8
এবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে রোজ ওয়াটার তুলোয় দিয়ে মুখ মুছে নিন। এতে যাবতীয় নোংরা ময়লা উঠে আসবে। এবার পরিষ্কার মুখে লাগিয়ে নিতে হবে এই ক্রিম। এই ক্রিম লাগিয়ে রেখে শুয়ে পড়ুন
8 / 8
ব্রণ, মেচেতার দাগ দূর করতেও খুব ভাল কাজ করে এই ক্রিম। এছাড়াও মুখের যে কোনও দাগ একেবারে প্রাকৃতিক উপায়েই উঠে যাবে রোজ নিয়ম করে এই মিশ্রণ মুখে লাগালে। একবার ব্যবহার করলে আবারও করতে চাইবেন