Homemade Rose Water: ব্রণ, দাগছোপ থেকে ছোটখাটো ক্ষত—হোমমেড গোলাপ জল মাখলেই ত্বকের ১০০ সমস্যার সমাধান

megha |

Jun 07, 2024 | 11:38 AM

Natural Skin Care: ত্বকের যে কোনও সমস্যায় বেশিরভাগ মানুষ প্রাকৃতিক সমাধান খোঁজে। আর হাতের কাছে গোলাপ জল থাকতে কোনও উপায় খুঁজবেন কেন। গোলাপ জল হল এমন একটি উপাদান যা ত্বকের হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু সেটা বাড়ির তৈরি গোলাপ জল হলে আরও ভাল উপকার মেলে।

1 / 8
ত্বকের হাজারো সমস্যা? হাতের কাছে গোলাপ জল চিন্তা কীসের। গোলাপ জলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের জ্বালাভাব, ব্রণ, একজিমা ও অন্যান্য সমস্যা দূর করে। ত্বককে হাইড্রেটেড রাখে গোলাপ জল। 

ত্বকের হাজারো সমস্যা? হাতের কাছে গোলাপ জল চিন্তা কীসের। গোলাপ জলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের জ্বালাভাব, ব্রণ, একজিমা ও অন্যান্য সমস্যা দূর করে। ত্বককে হাইড্রেটেড রাখে গোলাপ জল। 

2 / 8
ত্বকের যে কোনও ধরনের ক্ষত, দাগ, বিবর্ণ ত্বকের সমস্যা দূর করতে সহায়ক গোলাপ জল। গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বলিরেখা দূর করতে সাহায্য করে। অ্যান্টি-এজিং উপাদান হিসেবে কাজ করে গোলাপ জল।

ত্বকের যে কোনও ধরনের ক্ষত, দাগ, বিবর্ণ ত্বকের সমস্যা দূর করতে সহায়ক গোলাপ জল। গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বলিরেখা দূর করতে সাহায্য করে। অ্যান্টি-এজিং উপাদান হিসেবে কাজ করে গোলাপ জল।

3 / 8
চোখের তোলার ফোলাভাব, ডার্ক সার্কেল দূর করে দেয় গোলাপ জল। ড্রেসিং টেবিলে গোলাপ জল থাকলে আর কোনও প্রসাধনীর প্রয়োজন পড়বে না। ত্বকে নিমেষের মধ্যে সতেজতা এনে দেয় গোলাপ জল।

চোখের তোলার ফোলাভাব, ডার্ক সার্কেল দূর করে দেয় গোলাপ জল। ড্রেসিং টেবিলে গোলাপ জল থাকলে আর কোনও প্রসাধনীর প্রয়োজন পড়বে না। ত্বকে নিমেষের মধ্যে সতেজতা এনে দেয় গোলাপ জল।

4 / 8
বেশিরভাগ ক্ষেত্রেই বাজারচলতি গোলাপ জলই ব্যবহার করে থাকেন। বিশেষত, ত্বকের পরিচর্যায়। তবে, বারবার বাজারচলতি গোলাপ জল ব্যবহারের বদলে আপনি বাড়িতেও এটি বানিয়ে নিতে পারেন। 

বেশিরভাগ ক্ষেত্রেই বাজারচলতি গোলাপ জলই ব্যবহার করে থাকেন। বিশেষত, ত্বকের পরিচর্যায়। তবে, বারবার বাজারচলতি গোলাপ জল ব্যবহারের বদলে আপনি বাড়িতেও এটি বানিয়ে নিতে পারেন। 

5 / 8
তাজা গোলাপ ফুল থেকে পাপড়ি ছাড়িয়ে নিন। পাপড়িগুলো ভাল করে ধুয়ে নিন। এবার একটি সসপ্যানে ২ কাপ ডিসটিলড ওয়াটার নিন। হালকা আঁচে সসপ্যান গরম বসান। জল ফুটতে শুরু করলে এতে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিন।

তাজা গোলাপ ফুল থেকে পাপড়ি ছাড়িয়ে নিন। পাপড়িগুলো ভাল করে ধুয়ে নিন। এবার একটি সসপ্যানে ২ কাপ ডিসটিলড ওয়াটার নিন। হালকা আঁচে সসপ্যান গরম বসান। জল ফুটতে শুরু করলে এতে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিন।

6 / 8
মাঝারি আঁচে গোলাপের পাপড়িগুলো ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে রংও বদলে যাবে। এরপর ঢাকা দিয়ে দিন এবং জল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। জল ঠান্ডা হলে সুতির কাপড় দিয়ে ছেঁকে নিন।

মাঝারি আঁচে গোলাপের পাপড়িগুলো ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে রংও বদলে যাবে। এরপর ঢাকা দিয়ে দিন এবং জল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। জল ঠান্ডা হলে সুতির কাপড় দিয়ে ছেঁকে নিন।

7 / 8
বাড়ির তৈরি গোলাপ জল একটি স্প্রে বোতলে ঢেলে দিন। এরপর এতে ২-৩ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ব্যস তৈরি গোলাপ জল। এটি মুখে যখন-তখন স্প্রে করে নিতে পারেন। 

বাড়ির তৈরি গোলাপ জল একটি স্প্রে বোতলে ঢেলে দিন। এরপর এতে ২-৩ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ব্যস তৈরি গোলাপ জল। এটি মুখে যখন-তখন স্প্রে করে নিতে পারেন। 

8 / 8
টোনার হিসেবে গোলাপ জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া ফেসপ্যাক ও হেয়ার মাস্কে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বক ও চুলে সতেজতা এনে দেবে।

টোনার হিসেবে গোলাপ জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া ফেসপ্যাক ও হেয়ার মাস্কে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বক ও চুলে সতেজতা এনে দেবে।

Next Photo Gallery