AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Homemade Face Wash: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিন ঘরোয়া এই ফেসওয়াশ দিয়ে, ত্বক হবে চকচকে

Facial Cleanser: বাজার চলতি যে কোনও ফেসিওয়াশের থেকে অনেক ভাল কাজ করে এই ঘরে বানানো ক্লিনজার। এতে ত্বক ভিতর থেকে পরিষ্কার হবে, বর্ষার দিনে তা খুবই উপকারী

| Edited By: | Updated on: Jun 30, 2023 | 8:52 AM
Share
এতদিন গরম নিয়ে সকলের অভিযোগের শেষ ছিল না। এবার যেই গরম কেটে বর্ষা এসেছে তখনও বিপত্তি। বর্ষার এমনই প্রকোপ যে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

এতদিন গরম নিয়ে সকলের অভিযোগের শেষ ছিল না। এবার যেই গরম কেটে বর্ষা এসেছে তখনও বিপত্তি। বর্ষার এমনই প্রকোপ যে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

1 / 8
বর্ষায় নোংরা জল চারিদিকে জমে থাকে। দৃষিত জল ভাল জলের সঙ্গে মিশলে পেট খারাপ, ডায়ারিয়া এসব অবধারিত। আবার এই জল মুখে লাগলেও মুখ জ্বালা করে।

বর্ষায় নোংরা জল চারিদিকে জমে থাকে। দৃষিত জল ভাল জলের সঙ্গে মিশলে পেট খারাপ, ডায়ারিয়া এসব অবধারিত। আবার এই জল মুখে লাগলেও মুখ জ্বালা করে।

2 / 8
বর্ষায় ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয় সবচাইতে বেশি। ত্বকের উপর আর্দ্রতার কারণে এমন কিছু ফাঙ্গাস জন্মায় যা খালি চোখে দেখা যায় না। আর তাই বর্ষার দিনে বাড়িতে বানানো ফেসওয়াশ দিয়েই মুখ ধুয়ে নিন।

বর্ষায় ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয় সবচাইতে বেশি। ত্বকের উপর আর্দ্রতার কারণে এমন কিছু ফাঙ্গাস জন্মায় যা খালি চোখে দেখা যায় না। আর তাই বর্ষার দিনে বাড়িতে বানানো ফেসওয়াশ দিয়েই মুখ ধুয়ে নিন।

3 / 8
রোজ সকালে এই ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে মুখের উজ্জ্বল ভাব বজায় থাকবে। যে কোনও রকম সংক্রমণ থেকেও ত্বক মুক্ত থাকবে। দাগ, ছোপ, কালচে ভাবও দূরে থাকবে।

রোজ সকালে এই ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে মুখের উজ্জ্বল ভাব বজায় থাকবে। যে কোনও রকম সংক্রমণ থেকেও ত্বক মুক্ত থাকবে। দাগ, ছোপ, কালচে ভাবও দূরে থাকবে।

4 / 8
এই ফেসওয়া ডাবল ক্লিনজিং এর কাজ করে। ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। ভিতর থেকে পরিষ্কার থাকে। যে কোনও গ্লিসারিন সাবান দিয়েই তৈরি করতে পারবেন এই ফেসওয়াশ।

এই ফেসওয়া ডাবল ক্লিনজিং এর কাজ করে। ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। ভিতর থেকে পরিষ্কার থাকে। যে কোনও গ্লিসারিন সাবান দিয়েই তৈরি করতে পারবেন এই ফেসওয়াশ।

5 / 8
এই সাবান টা প্রথমে অল্প কুরে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে এই কুরে নেওয়া সাবান রেখে এর মধ্যে দু চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে। ৫-৬ চামচ জল মিশিয়ে নিতে হবে।

এই সাবান টা প্রথমে অল্প কুরে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে এই কুরে নেওয়া সাবান রেখে এর মধ্যে দু চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে। ৫-৬ চামচ জল মিশিয়ে নিতে হবে।

6 / 8
খুব আস্তে আস্তে মেশাতে হবে যাতে ফেনা না হয়। এবার এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। ত্বকে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে মধু। মধু মিশলে এক চামচ অ্যালোভেরা জেল মেশান। এক চামচ গ্লিসারিনও মেশান।

খুব আস্তে আস্তে মেশাতে হবে যাতে ফেনা না হয়। এবার এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। ত্বকে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে মধু। মধু মিশলে এক চামচ অ্যালোভেরা জেল মেশান। এক চামচ গ্লিসারিনও মেশান।

7 / 8
এই ফেসওয়াশ ৭ দিনের মত করে বানিয়ে নিন। হাতে প্রথমে চার-পাঁচ ফোঁটা নারকেল তেল আর পাঁচ ফোঁটা জুল একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ভাল করে ম্যাসাজ করতে থাকুন। এবার ভিজে টিস্যু দিয়ে মুখ মুছে নিন। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিন। এবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

এই ফেসওয়াশ ৭ দিনের মত করে বানিয়ে নিন। হাতে প্রথমে চার-পাঁচ ফোঁটা নারকেল তেল আর পাঁচ ফোঁটা জুল একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ভাল করে ম্যাসাজ করতে থাকুন। এবার ভিজে টিস্যু দিয়ে মুখ মুছে নিন। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিন। এবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

8 / 8