Holi 2024: দোলের পর নখ থেকে রং তুলতে কালঘাম ছোটে? এই ছোট্ট কাজে মিটবে সমস্যা

megha |

Mar 23, 2024 | 12:20 PM

Nail Care During Holi: দোল আসার আগে ত্বক ও চুল নিয়ে সচেতন হয়ে যান সকলে। ত্বক ও চুলকে ক্ষতিকারক রঙের হাত থেকে বাঁচাতে সবসময় ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু নখের কথা ভুলে যান। অথচ, রং খেলার পর আঙুলেরই বারোটা বাজে সবার আগে। আর নখের রং তুলতেও সময় লাগে সপ্তাহখানেকের বেশি।

1 / 8
দোল আসার আগে ত্বক ও চুল নিয়ে সচেতন হয়ে যান সকলে। ত্বক ও চুলকে ক্ষতিকারক রঙের হাত থেকে বাঁচাতে সবসময় ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু নখের কথা ভুলে যান। অথচ, রং খেলার পর আঙুলেরই বারোটা বাজে সবার আগে।

দোল আসার আগে ত্বক ও চুল নিয়ে সচেতন হয়ে যান সকলে। ত্বক ও চুলকে ক্ষতিকারক রঙের হাত থেকে বাঁচাতে সবসময় ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু নখের কথা ভুলে যান। অথচ, রং খেলার পর আঙুলেরই বারোটা বাজে সবার আগে।

2 / 8
দোলে রং খেলতে যাওয়ার আগে ছোটখাটো নিয়ম মানতেই হয়। যেমন, চুলে ভাল করে তেল মাখা, সানস্ক্রিন মেখে রং খেলতে নামা ইত্যাদি। কিন্তু নখের যত্ন নেওয়া হয় না বললেই চলে।

দোলে রং খেলতে যাওয়ার আগে ছোটখাটো নিয়ম মানতেই হয়। যেমন, চুলে ভাল করে তেল মাখা, সানস্ক্রিন মেখে রং খেলতে নামা ইত্যাদি। কিন্তু নখের যত্ন নেওয়া হয় না বললেই চলে।

3 / 8
রং খেলার পর নখের অবস্থা বেহাল হয়ে পড়ে। দোল কেটে যাওয়ার পর সপ্তাহখানেক পর নখ থেকে রং ওঠে। এর মধ্যে হাত দিয়ে খাবার খাচ্ছেন আর ওই রং শরীরে প্রবেশ করছে। সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নখের যত্ন নেওয়া দরকার।

রং খেলার পর নখের অবস্থা বেহাল হয়ে পড়ে। দোল কেটে যাওয়ার পর সপ্তাহখানেক পর নখ থেকে রং ওঠে। এর মধ্যে হাত দিয়ে খাবার খাচ্ছেন আর ওই রং শরীরে প্রবেশ করছে। সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নখের যত্ন নেওয়া দরকার।

4 / 8
দোলে রং খেলতে নামার আগে নখ ছোট করে কেটে নিন। বড় নখ থাকলে নখের ভিতরে আবির, রং আটকে যায়। এগুলো ভবিষ্যতে নখের মারাত্মক ক্ষতি করে। এখান থেকে ফাঙ্গাস ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

দোলে রং খেলতে নামার আগে নখ ছোট করে কেটে নিন। বড় নখ থাকলে নখের ভিতরে আবির, রং আটকে যায়। এগুলো ভবিষ্যতে নখের মারাত্মক ক্ষতি করে। এখান থেকে ফাঙ্গাস ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

5 / 8
দোল আসার আগে হট অয়েল ম্যানিকিওর করে নিন। শুনতে অদ্ভুত মনে হলেও, এই টোটকায় আপনি নখের আর্দ্রতা বজায় রাখতে পারবেন। ঈষদুষ্ণ জলে ১ চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণে হাত ও পা মিনিট দশেক ডুবিয়ে রাখলেই কাজ শেষ।

দোল আসার আগে হট অয়েল ম্যানিকিওর করে নিন। শুনতে অদ্ভুত মনে হলেও, এই টোটকায় আপনি নখের আর্দ্রতা বজায় রাখতে পারবেন। ঈষদুষ্ণ জলে ১ চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণে হাত ও পা মিনিট দশেক ডুবিয়ে রাখলেই কাজ শেষ।

6 / 8
ঘন ঘন নেলপলিশ পরলে নখের ক্ষতি হয়। কিন্তু দোলের আগে নেলপলিশ পরলে উপকার আপনারই। নখের উপর নেলপলিশ পরে নিন নখ সরাসরি রাসায়নিক রঙের সংস্পর্শে আসে না। এতে নখের ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে যায়।

ঘন ঘন নেলপলিশ পরলে নখের ক্ষতি হয়। কিন্তু দোলের আগে নেলপলিশ পরলে উপকার আপনারই। নখের উপর নেলপলিশ পরে নিন নখ সরাসরি রাসায়নিক রঙের সংস্পর্শে আসে না। এতে নখের ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে যায়।

7 / 8
রং খেলতে নামার আগে নখের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এতে নখের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি নখ সরাসরি রাসায়নিক ও ক্ষতিকারক রঙের সংস্পর্শে আসবে না এবং ক্ষতি হবে না।

রং খেলতে নামার আগে নখের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এতে নখের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি নখ সরাসরি রাসায়নিক ও ক্ষতিকারক রঙের সংস্পর্শে আসবে না এবং ক্ষতি হবে না।

8 / 8
রং খেলার পরও নখের যত্ন নিতে হবে। রং উঠতে হয়তো অনেক দিন সময় নেবে। যতদিন না আঙুল থেকে রং উঠছে রোজ নখে ভিটামিন ই অয়েল লাগান। এতে নখের সৌন্দর্য ও স্বাস্থ্য বজায় থাকবে। 

রং খেলার পরও নখের যত্ন নিতে হবে। রং উঠতে হয়তো অনেক দিন সময় নেবে। যতদিন না আঙুল থেকে রং উঠছে রোজ নখে ভিটামিন ই অয়েল লাগান। এতে নখের সৌন্দর্য ও স্বাস্থ্য বজায় থাকবে। 

Next Photo Gallery