সাজগোজের মধ্যে অন্যতম হল নেলপলিশ। সুন্দর করে নখ কেটে তা বিভিন্ন রঙে রাঙাতে সব মেয়েই খুব পছন্দ করেন। নখ আকর্ষণীয় করে তুলেই ব্যবহার করা হয় এই নেলপালিশ।
তবে নেলপালিশ শুধু পরলেই হবে না। সময়মতো তার যত্ন নিতে হবে। ঠিক ভাবে পরে শুকোতে হবে, যাতে সঙ্গে সঙ্গেই না উঠে যায়।
নেলপালিশ পরা নখ ভেঙে গেলে দেখতে খুবই খারাপ লাগে। আবার নেলপলিশ খাপছাড়া ভাবে উঠে গেলেও তা দেখতে ভাল লাগে না।
যাঁরা নিয়মিত রূপচর্চা করেন তাদের বাড়িতে রিমুভার থাকেই। তবে হঠাৎ এমন পরিস্থিতিও আসে যে যখন নেলপালিশ তোলার দপকার কিন্তু হাতের সামনে রিমুভার নেই। এমনও অপশন নেই যে চট করে কিনে আনা যাবে।
এই সময় কাজে লাগান এই ঘরোয়া টোটকা। একটা টুথব্রাশে পেস্ট নিয়ে তা ভাল করে আঙুলে ঘষে নিন। দেখবেন একটু পর রং উঠে আসছে। তবে ভাল করে আঙুলে ব্রাশ করতে হবে।
স্যানিটাইজার তুলোয় নিয়ে আঙুলে ঘষলেও রিমুভারের কাজ করে। যতক্ষণ পর্যন্ত না নেলপলিশ উঠছে ততক্ষণ পর্যন্ত এই টোটকা কাজে লাগিয়ে যান।
কিছু ডিওডোরেন্টের মধ্যে অ্যালকোহলের ভাগ বেশি থাকে। এই সব ডিও দিয়ে আঙুলে ঘষলেও কিন্তু নেলপালিশ উঠে আসবে।
পারফিউমও ব্যবহার করতে পারেন। দাগ তুলতে একই রকম কাজ করে পারফিউম। পারফিউম স্প্রে করে আঙুলে ঘষে নিন। এতেও দাগ উঠে আসবে।