Tan Removal: ফাগুনের রোদে ঝলসে যাচ্ছে হাত-পা? এখনই পার্লারে না গিয়ে এই টোটকায় ট্যান তুলুন বাড়িতেই
megha |
Mar 14, 2024 | 2:31 PM
Home Remedies: মার্চ মাসে রোদের যা তেজ, তাতে বাইরে বেরোলে ট্যান পড়ছে হাতে-পায়ে। সানস্ক্রিন মাখার পরও ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই অবস্থায় প্রসাধনীই যথেষ্ট নয়। দরকার ত্বকের বাড়তি যত্ন। ট্যান দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে উপকার পেতে পারেন। এতে ট্যানও দূর হবে এবং ত্বকও উজ্জ্বল হবে।
1 / 8
মার্চ মাসে রোদের যা তেজ, তাতে বাইরে বেরোলে ট্যান পড়ছে হাতে-পায়ে। সানস্ক্রিন মাখার পরও ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই অবস্থায় প্রসাধনীই যথেষ্ট নয়। দরকার ত্বকের বাড়তি যত্ন।
2 / 8
রোদের পোড়া দাগ তুলতে বাজারে ট্যান রিমুভ্যাল প্যাক পাওয়া যায়। সেগুলো মনের মতো ফল এনে দিতে পারে। কিন্তু ট্যান দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে উপকার পেতে পারেন। এতে ট্যানও দূর হবে এবং ত্বকও উজ্জ্বল হবে।
3 / 8
ট্যান তুলতে সবচেয়ে বেশি উপযোগী টমেটো। টমেটোর ট্যান দূর করার পাশাপাশি মৃত কোষ পরিষ্কার করে দেয়। টমেটোর পেস্ট মুখে মাখলে ত্বকের জেল্লা বাড়ে। টমেটো প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং সানবার্ন প্রতিরোধ করে।
4 / 8
ট্যান দূর করার পাশাপাশ মসৃণ ত্বক পেতে টক দই মাখতে পারেন। টক দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে মুখ ও হাতে-পায়ে মাখুন। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ পরিষ্কার করে দেয়ে এবং সমস্ত ট্যান তুলে দেবে।
5 / 8
টক দই, বেসন ফেসপ্যাকে এক চিমটে হলুদ মিশিয়ে মুখে মাখুন। হলুদের মধ্যে প্রায় ৩০০-এরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে। টমেটোর রসে হলুদ মিশিয়েও মাখতে পারেন। হলুদ ত্বকের সমস্যা কমাতে সহায়ক।
6 / 8
লেবুর রসের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। যে কোনও হোমমেড ফেসপ্যাকে লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি ট্যান দূর করার পাশাপাশি দাগছোপও পরিষ্কার করে দেয়।
7 / 8
রোদে বেরিয়ে ত্বকে জ্বলে গিয়েছে? বাড়ি ফিরে অ্যালোভেরা জেল মেখে নিন। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে ফ্রিজে রাখুন। এবার এই ঠান্ডা অ্যালোভেরা জেল ত্বকে মাখুন। এটি ত্বকের প্রদাহ কমাবে এবং জ্বালাভাব ও ট্যান থেকে মুক্তি দেবে।
8 / 8
রোজ ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন? ফেসওয়াশের বদলে বেসন ব্যবহার করুন। বেসন ট্যান দূর করার পাশাপাশি ত্বক থেকে ময়লা, অতিরিক্ত তেল ও জীবাণু পরিষ্কার করে দেয়। বেসনে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন, এতে ত্বকের জ্বালাভাবও কমবে।