Tea Stain: সাদা কাপে চায়ের দাগ? এভাবে পরিষ্কার করলে হবে নতুনের মতো

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 19, 2023 | 6:54 PM

Dish Washing Tips: এছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগারও। একইভাবে দাগের উপর ভিনিগার দিন, এবং ঘষে মেজে নিন। দেখবেন দাগ উঠে গিয়েছে।

1 / 8
চা ছাড়া এক মুহূর্ত চলে না বাঙালির। সকাল থেকে রাত যখনই হোক এক কাপ চা পেলে আর কিচ্ছুটি লাগে না তাঁদের।

চা ছাড়া এক মুহূর্ত চলে না বাঙালির। সকাল থেকে রাত যখনই হোক এক কাপ চা পেলে আর কিচ্ছুটি লাগে না তাঁদের।

2 / 8
চা পরিবেশন করতে কাপ তো লাগেই। আর দীর্ঘক্ষণ কাপে চা থাকলেই একটা লালা দাগ হয়ে যায়।

চা পরিবেশন করতে কাপ তো লাগেই। আর দীর্ঘক্ষণ কাপে চা থাকলেই একটা লালা দাগ হয়ে যায়।

3 / 8
বিশেষত, সাদা কাপে এই সমস্যাটা বেশি হয়। তবে উপায় আছে, যা মেনে চললেই সাদা কাপ থেকে চায়ের দাগ ম্যাজিকের মতো ভ্যানিশ হবে।

বিশেষত, সাদা কাপে এই সমস্যাটা বেশি হয়। তবে উপায় আছে, যা মেনে চললেই সাদা কাপ থেকে চায়ের দাগ ম্যাজিকের মতো ভ্যানিশ হবে।

4 / 8
সাদা কাপ থেকে চায়ের দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। দাগের উপর সামান্য বেকিং সোডা দিন। এরপর তা ঘষে নিলেই কাজ শেষ।

সাদা কাপ থেকে চায়ের দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। দাগের উপর সামান্য বেকিং সোডা দিন। এরপর তা ঘষে নিলেই কাজ শেষ।

5 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগারও। একইভাবে দাগের উপর ভিনিগার দিন, এবং ঘষে মেজে নিন। দেখবেন দাগ উঠে গিয়েছে।

এছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগারও। একইভাবে দাগের উপর ভিনিগার দিন, এবং ঘষে মেজে নিন। দেখবেন দাগ উঠে গিয়েছে।

6 / 8
একইভাবে ব্যবহার করতে পারেন পাতিলেবুও। এক টুকরো পাতি লেবু নিয়ে দাগের উপর ঘষে নিলেই ফল পাবেন।

একইভাবে ব্যবহার করতে পারেন পাতিলেবুও। এক টুকরো পাতি লেবু নিয়ে দাগের উপর ঘষে নিলেই ফল পাবেন।

7 / 8
বাসন মাজার সাবানেও কাজ হবে। তবে এক্ষেত্রে লিক্যুইড সোপ বা তরল সাবান ব্যবহার করলে ভাল কাজ হবে।

বাসন মাজার সাবানেও কাজ হবে। তবে এক্ষেত্রে লিক্যুইড সোপ বা তরল সাবান ব্যবহার করলে ভাল কাজ হবে।

8 / 8
এই উপায়গুলি অবলম্বন করলে দেখেবেন সমস্যার সমাধান হয়েছে। আর চায়ের কাপ এঁটো কখনই ফেলে রাখবেন না। তাহলে চায়ের দাগটা বসে যায়। খাওয়ার সঙ্গে-সঙ্গে ধুয়ে ফেলুন।

এই উপায়গুলি অবলম্বন করলে দেখেবেন সমস্যার সমাধান হয়েছে। আর চায়ের কাপ এঁটো কখনই ফেলে রাখবেন না। তাহলে চায়ের দাগটা বসে যায়। খাওয়ার সঙ্গে-সঙ্গে ধুয়ে ফেলুন।

Next Photo Gallery