Clothes Care: বর্ষায় জামাকাপড়ে দুর্গন্ধ? জেনে নিন সহজ কিছু টিপস
Monsoon Tips: জামাকাপড় না শোকানোর জন্যই গন্ধ হয়। তাই বর্ষায় জামাকাপড় না শোকালে ফ্যানের সামনে জামা মেলে রাখুন। তাহেলও গন্ধ ছড়াবে না। এছাড়া আজকাল বাজারে প্রচুর সুগন্ধি ডিটারজেন্ট পাওয়া যায়। যা দিয়ে জামাকাপড় কাচলে সুন্দর গন্ধ বের হয়। এই নিয়মগুলি মেনে চলুন তাহলেই মুক্তি পাবেন।